ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবনই যেখানে থমকে, ক্রিকেট সেখানে গৌণ ॥ সৌরভ

প্রকাশিত: ১১:০২, ১৩ এপ্রিল ২০২০

জীবনই যেখানে থমকে, ক্রিকেট সেখানে গৌণ ॥ সৌরভ

শাকিল আহমেদ মিরাজ ॥ মহামারী করেনাভাইরাসে থমকে গেছে বিশ্ব, থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক’দিন আগেও শোনা গিয়েছিল যে কোন পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আয়োজন করতে চায় ভারত। প্রয়োজনে এশিয়া কাপ কিংবা টি২০ বিশ্বকাপের পরিবর্তে হলেও! কিন্তু বাস্তবতাটা বুঝতে পারছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও দেশটির সাবেক অধিনায়ক মনে করেন, জীবনই যেখানে থমকে গেছে, সেখানে আর সবকিছু গৌন। আজ বিসিসিআইর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপে স্থায়ী কোন সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ঘরোয়া টি২০ আইপিএলের এবারের আসরের পূর্ব নির্ধারিত সূচী ছিল মার্চের শেষ সপ্তাহে। সেটি পিছিয়ে এপ্রিলের ১৫ তারিখে নেয়া হয়। কিন্তু বাকি বিশ্বের মতো ভারতেও পড়েছে করোনার থাবা। দেশজুড়ে লকডাউন। প্রতিনিয়ত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। রবিবার ইন্ডিয়া প্রেসকে দেয়া এক সাক্ষাতকরে সৌরভ বলেন, ‘দেখি কী হয়। এ মুহূর্তে কিছু বলতে পারছি না। এর বাইরে আর কী বলতে পারি! বিমানবন্দর বন্ধ, লোকজন ঘরে বন্দী। কেউ কোথাও যেতে পারছে না। সম্ভবত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এমন অবস্থাই থাকবে। এখন খেলোয়াড় পাবেন কীভাবে, তারা আসবে কীভাবে সামান্য মাথা খাটালেই বোঝা যায়। এ মুহূর্তে বিশ্বের কোথাও কোন খেলার অনুকূল পরিস্থিতি নেই, আইপিএল ভুলে যান।’ তিনি আরও যোগ করেন, ‘সব বিমানবন্দর বন্ধ, মানুষ ঘরে বন্ধী, অফিস লকডাউন। মানুষ কোথাও যেতে পারছে না। এটা সাধারণ বিষয় যে বর্তমানে খেলা হওয়ার কোন পরিবেশ-পরিস্থিতি নেই। সারাবিশ্বেই এই অবস্থা।’ সঙ্কটময় এ মুহূর্তে সবাইকে পরামর্শও দিয়েছেন ভারতের সাবেক এ অধিনায়ক, ‘নিজেকে এবং আশপাশের মানুষকে দেখে রাখুন। মূলত ধৈর্য ধরতে হবে। এটা কঠিন কারণ সব সময় ঘরে থাকতে হচ্ছে। বাইরে বের হলে আটকে দিচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি হজম করে যান, সময়টা চলে যেতে দিন।’ বিশ্বের ১৮৫ দেশে সংক্রমিত হয়েছে করোনাভাইরাস। প্রায় ১৮ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। মৃত মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এ বিষয়ে ভারতীয় বোর্ডের সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে খেলা শুরুর কথা ভাবাও যাবে না। বোর্ড এবং গবর্নিং কাউন্সিল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ‘আমি পরিস্থিতি কেমন অগ্রগতি হয় তা দেখছি। এই মুহূর্তে কিছুই বলা সম্ভব না। কিছু বলার উপায় কি এখন আছে?’
×