ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যৌনপল্লীতে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৯:৫২, ১৩ এপ্রিল ২০২০

 যৌনপল্লীতে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের একমাত্র যৌনপল্লীর কার্যক্রম স্থগিত করার পর ওই পল্লীতে খাদ্য সঙ্কট দেখা দেয়। এ অবস্থায় তাদের দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবণ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর মহিলা লীগ নেত্রী ঝিমি ম-লসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। এর আগে ২৩ মার্চ বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌথভাবে যৌনপল্লীর কর্মীদের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
×