ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার স্টিফেন হকিংয়ের লোহার ভেন্টিলেটর দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই

প্রকাশিত: ০১:২৭, ১২ এপ্রিল ২০২০

এবার স্টিফেন হকিংয়ের লোহার ভেন্টিলেটর দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় রাতদিন কাজ করে যাচ্ছে বিশ্বের চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। এবার প্রয়াত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং এর লোহার তৈরি ভেন্টিলেটর ব্যবহার করা হবে করোনা চিকিৎসায়। এরই মধ্যে পরীক্ষার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসকে ভেন্টিলেটর দিয়েছে স্টিফেনের পরিবার। বিংশ শতাব্দীতে পোলিও রোগের সময় লোহার তৈরি ভেন্টিলেটর প্রথম ব্যবহৃত হয় নিউ ক্যাসেলের রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে। লোহার তৈরি ভেন্টিলেটর হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ব্যবহার করা যেতে পারে যেখানে রোগীরা সচেতন অবস্থায় থাকে। এরই মধ্যে লোহার তৈরি এই ভেন্টিলেটর তৈরিতে উঠে পড়ে লেগেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আশা করা যাচ্ছে আগামী দু সপ্তাহের মধ্যে করোনা রোগীর চিকিৎসায় এই ভেন্টিলেটরের ব্যবহার করা যাবে। স্টিফেন হকিং এর পরিবারের সদস্যরা সানডে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাতাকারে জানায়, আমরা জানি জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে এ ধরণের চিকিৎসায় প্রযুক্তিসম্পন্ন মাস্ক কত জরুরী। নিউ ক্যাসেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ ম্যালকম ক্যালথার্ড বলেছেন খুব দ্রুত ভেন্টিলেটরের উৎপাদন কাজ শেষ হবে। আগামী দু সপ্তাহের মধ্যে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ১৫ দিনের মধ্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে ভেন্টিলেটর। গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে ৫ হাজার ভেন্টিলেটর উৎপাদন করা হবে।
×