ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী ভার্সিটিতে পরীক্ষা-ভর্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত: ১০:৫০, ১১ এপ্রিল ২০২০

 বেসরকারী ভার্সিটিতে  পরীক্ষা-ভর্তি  অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন বাংলাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুক্রবার ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ইতোমধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের ২৭টি জেলাকে ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। দেশের সব শ্রেণী-পেশার জনগণকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি সরকার বাধ্যতামূলক করেছে। ঢাকার সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের সব ধরনের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণীর ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং মূল্যায়নসহ সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
×