ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘গার্মেন্টস মালিকরা ঢাকাবাসীকে হুমকির মুখে ফেলেছেন’

প্রকাশিত: ০৯:৩৩, ৭ এপ্রিল ২০২০

‘গার্মেন্টস মালিকরা ঢাকাবাসীকে হুমকির মুখে ফেলেছেন’

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে নিজেদের ইচ্ছামতো গার্মেন্টস খুলে দিয়ে মালিকরা রাজধানীতে বসবাসরত দেড় কোটি মানুষকে হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেছে বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার দলটির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয় বলেছেন, বিকেএমইএ ও বিজিএমইএর কা-জ্ঞানহীন দায়িত্বের কারণে ঢাকার দেড় কোটি মানুষ আজ করোনার হুমকির মুখে পড়েছে। তারা গার্মেন্টস শ্রমিকদের কারখানা খোলা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না দেয়ায় একরাতে ৩৪ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, রাজধানী ঢাকা যদি করোনায় আজ মহামারীতে পরিণত হয়, তাহলে এর দায়িত্ব কে নেবে? বনানী ও গুলশানে কর্মহীন ও দিনমজুরদের মাঝে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গার্মেন্টস মালিকরা বলছেন গার্মেন্টসে লাভ হচ্ছে না। প্রণোদনা প্রয়োজন। অথচ শ্রমিকদের ঘামের বিনিময়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। দেশের বাইরে করেছেন বড় বড় অট্টালিকা। গার্মেন্টস শিল্পকে রফতানিমুখী করে লাভজনক করার জন্য সরকার থেকে প্রশাসনিক কর্মকর্তা বসিয়ে নজরদারি করা প্রয়োজন। এতে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করতে পারবে না। এদিকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর, কদমতলীর সুবিধাবঞ্চিত তিনশ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সোমবার শ্যামপুর বালুর মাঠে তিনি সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ডি কে সমির, রনি, লিটন প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে আমাদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের নির্দেশে দলের পক্ষ থেকেও আমরা খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। আমি আমার পক্ষ থেকে আমার সাধ্যমতো শ্যামপুর-কদমতলীর সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি।
×