ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ত্রাণ বিতরণে দলীয়করণের অভিযোগ রিজভীর

প্রকাশিত: ০৯:৩৩, ৭ এপ্রিল ২০২০

ত্রাণ বিতরণে দলীয়করণের অভিযোগ রিজভীর

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে সারাদেশে ত্রাণ বিতরণে দলীয়করণের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে সরকারের তৈরি তালিকায় নিয়ে দলীয়করণের অভিযোগ উঠেছে। ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বেছে বেছে নিজস্ব লোকজনের মধ্যে চাল বিতরণ করছে। অন্যদিকে গরিব মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার চলছে। ত্রাণের চাল চুরি নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তা থাকলেও থেমে নেই অপকর্ম বলেও মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সঙ্কটে আমরা আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার পরও মন্ত্রীরা কারণে-অকারণে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। আওয়ামী লীগের কথার জবাব দিয়ে বিএনপি সময় নষ্ট করতে চায় না। আমরা বরং সরকারের প্রতি আহ্বান যেহেতু রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় যন্ত্র আপনাদের হাতে সেহেতু এই মুহূর্তে দেশের জনগণের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। এতদিন মন্ত্রীদের ভাষায়-আমাদের দেশ তো সিঙ্গাপুর- ব্যাঙ্কক ছিল! বিশ্বের রোল মডেল ছিল। রাস্তায় বের হলে মন্ত্রীরা ভিক্ষুক খুঁজে পেতেন না। মন্ত্রীরা বলতেন, এই তো আর কিছুদিন পর আমরা কানাডায় রূপান্তরির হব। কিন্তু এখন শুনি ডাক্তারের পিপিই নেই। ভেন্টিলেটর সোনার হরিণ। ঢাকার বাইরে করোনা পরীক্ষার কিট নেই। মধ্যবিত্তের পকেটে টাকা নেই। গরিবের পেটে ভাত নেই। চারদিকে কেবল নেই, নেই, নেই! রিজভী বলেন, দেশের হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সরকার যে আচরণটি করেছে, এটি কোন সভ্যরাষ্ট্র কিংবা সভ্য সরকারের আচরণ হতে পারে না।
×