ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানবতার দৃষ্টান্ত গড়লেন মোসাদ্দেক

প্রকাশিত: ০৯:২২, ৭ এপ্রিল ২০২০

মানবতার দৃষ্টান্ত গড়লেন মোসাদ্দেক

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণে দেশব্যাপী স্থবিরতা বিরাজ করছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। নিম্ন আয়ের মানুষরা তাই অসহায় হয়ে পড়েছেন। অনেকেই সেজন্য দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য-সহযোগিতা করছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন সাহায্য নিয়ে। কিছুদিন আগে মোসাদ্দেক হোমেন সৈকতও খাদ্যসামগ্রী দিয়েছেন নিজ এলাকায়। এবার তিনি আরেকবার একটি অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রথম ব্যক্তি হিসেবে তিনি তৃতীয় লিঙ্গের অসহায় মানুষদের খাদ্যসামগ্রী ও পোশাক দিয়ে সাহায্য করেছেন। বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষরা (হিজরা) সাধারণত রাস্তায় চলতি পথে পাথচারীদের, বাসে-ট্রেনে যাত্রীদের, পার্কে বেড়াতে যাওয়া মানুষদের এবং বাসায় বাসায় গিয়ে সাহায্য নিয়ে জীবনযাপন করেন। তারা কর্মহীন হওয়াতে এছাড়া উপায়ও নেই। কিন্তু করোনাভাইরাসে দেশে টানা সাধারণ ছুটি চলাতে এখন রাস্তাঘাটে কোন মানুষ নেই। এই সময় তারা হয়ে পড়েছেন অসহায়। তাই জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক তাদের সাহায্যার্থে দিয়েছেন খাবার ও পোশাক। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে দেশের যে পরিস্থিতি তাতে যতটা না করোনা আক্রান্ত হচ্ছে মানুষ তার চেয়ে বেশি অভাবে। বিশেষ করে যারা দিন আনে দিন খায় এমন মানুষগুলো সব রোজগারের পথ বন্ধ। যারা হিজরা আছেন, তাদের পাশেও কেউ নেই। ওদের সব আয়ের পথগুলো বন্ধ। ওদের কেউ বাসাতেও ঢুকতে দেয় না, অন্য চোখে দেখে। এরাও তো মানুষ, তাই আমি আমার নিজের এলাকাতে এমন (হিজরা) যারা আছে তাদের কিছুটা হলেও পাশে থাকার চেষ্টা করেছি।’
×