ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কামিন্সের কাছে সবার আগে টি২০ বিশ্বকাপ

প্রকাশিত: ০৯:২১, ৭ এপ্রিল ২০২০

কামিন্সের কাছে সবার আগে টি২০ বিশ্বকাপ

শাকিল আহমেদ মিরাজ ॥ গত ডিসেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রেকর্ড ১৫ কোটি রুপীতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) নাম লিখিয়ে আলোচনায় উঠে আসেন প্যাট কামিন্স। অথচ মহামারী করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটির আকাশে কালো মেঘ। বছরের শেষ দিকে এশিয়া কাপ বা টি২০ বিশ্বকাপ বাতিল হয়ে গেলে প্রয়োজনে তখন যে কোনভাবে আইপিএল আয়োজনে মরিয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসারের কাছে ১৫ কোটি রুপীর চেয়ে বিশ্বকাপের মূল্য ঢের বেশি। ছোট্ট ফরমেটে এখনও অধরা শিরোপার সুযোটা যে এবার ঘরের মাটিতে। কামিন্স বলেন, ‘গত দু-তিন বছরের বেশি জুড়েই আমরা টি২০ বিশ্বকাপ নিয়ে কথা বলে আসছি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ছিল আমার ক্যারিয়ারের হাইলাইট, যদিও ফাইনালে খেলতে পারিনি। আমি চাইব এটা ( টি২০ বিশ্বকাপ) মাঠে গড়াক।’ কামিন্স আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সম্ভবত এ বছরের সবচেয়ে বড় টুর্নামেন্ট, আমি দেখতে চাইব যে স্বাভাবিক পৃথিবীতে এটি আয়োজিত হবে এবং আমি যদি নিজেকে একটু লোভী বলি, তাহলে চাইব আইপিএলও মাঠে গড়াক। তবে সেটা কিছুতেই বিশ্বকাপ জলাঞ্জলি দিয়ে নয়।’ গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম সংস্করণ। করোনাভাইরাসের কারণে সেটি শুরু তো হতেই পারেনি, স্থগিতই হয়ে আছে ১৫ এপ্রিল পর্যন্ত। এটির ভবিষ্যত নিয়ে নির্দিষ্ট করে আর কোন কথাই হয়নি। সারাবিশ্বের মতোই করোনাভাইরাসের প্রকোপ যেভাবে ভারতেও বাড়ছে, তাতে মনে হয় না আইপিএল খুব দ্রুতই কোন এক সময়ে শুরু করতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচের সংখ্যা কমিয়ে এনে আয়োজনে মরিয়া ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো। আইপিএলের কথাটা যখনই কামিন্সের মাথায় ঢোকে, নিজেকে ‘অর্থলোভী’ ‘অর্থলোভী’ মনে হয়! ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন যেমন মনে করেন অক্টোবর-নবেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি২০ বিশ্বকাপটা পিছিয়ে দিয়ে হলেও আইপিএল আয়োজন করা উচিত, তেমনটা অবশ্যই নয়। কামিন্স চান ঘরের মাঠে টি২০ বিশ্বকাপটা হোক। তাই চাইছেন ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যে বিশ্বকাপ অস্ট্রেলিয়া কখনও জিততে পারেনি, তার ক্যারিয়ারে একটা দাগ কেটে যাক। যদি করোনায় আক্রান্ত হয়ে কোয়রেন্টাইনে যেতেই হয়, তবে পার্টনার হিসেবে কাকে পছন্দ, সেনটিও জানিয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার সময়ের সেরা পেসার এবং টেস্ট সহ-অধিনায়ক একইসঙ্গে এও জানিয়ে দিয়েছেন যে, কাকে সঙ্গী হিসেবে একেবারেই চান না তিনি। কামিন্সের সেই অপছন্দের সঙ্গীর নাম ডেভিড ওয়ার্নার! মজার সুরে কামিন্স বলেছেন, ‘কোয়রেন্টাইনে গেলে হয় তো ওয়ার্নারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু ওর এনার্জি অফুরন্ত। ও ঘুমোয় বলেই আমার মনে হয় না। ও হলো এনার্জিতে ঠাসা একটা বল। নন-স্টপ।’ এই কারণেই তিনি চাইছেন না ওয়ার্নারকে। তা হলে কাকে চাইছেন তিনি? কামিন্স বলেছেন, ‘জশ হ্যাজেলউড হলো খুব ঠা-া একজন চরিত্র। ওকে একটা বিয়ার দাও, সাদামাটা খাবার দাও, খুশি হবে। তাই সঙ্গী হিসেবে ওকেই চাইব।’ আতঙ্কের মাঝেও অনুশীলনে বেয়ার্ন স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই জার্মান বুন্দেসলিগার ক্লাবগুলো অনুশীলন শুরু করে দিয়েছে। এর মধ্যে আছে শীর্ষ ক্লাব বেয়ার্ন মিউনিখও। আর ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকে। অন্য দেশের মতো জার্মানিতেও প্রায় এক মাস সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে আছে। সোমবার থেকে বুন্দেসলিগার ক্লাবগুলোকে অনুশীলনে ফেরার সুযোগ দেয়া হলেও খেলার ওপর স্থগিতাদেশ কমপক্ষে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানিয়েছে জার্মান ফুটবল লীগ (ডিএফএল) কর্তৃপক্ষ। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার পরিকল্পনার কথা জানিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। সবকিছু স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে জানিয়ে সমর্থকদের অনুশীলন ক্যাম্পে আসতে নিষেধ করা হয়েছে। বিবৃতিতে বেয়ার্ন বলেছে, অবশ্যই অনুশীলন জনসাধারণের জন্য বন্ধ থাকবে। বেয়ার্ন তাদের সমর্থকদের নিয়ম মানা অব্যাহত রাখতে ও দলের অনুশীলন কেন্দ্রে না আসার অনুরোধ করছে।
×