ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলা

১৫০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব দিলেন ইনু

প্রকাশিত: ১০:১৩, ৫ এপ্রিল ২০২০

 ১৫০ কোটি টাকার তহবিল গঠনের  প্রস্তাব দিলেন ইনু

স্টাফ রিপোর্টার ॥ নোভেল করোনাভাইরাসের অভিঘাত থেকে অর্থনীতি ও মানুষকে বাঁচাতে ১৫০ কোটি টাকার একটি ‘করোনা দুর্যোগ মোকাবেলা তহবিল’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে জনগণ, সরকার ও দলীয় কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় এ প্রস্তাব দিয়েছেন বলে জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘করোনা দুর্যোগ মোকাবেলা তহবিলের’ প্রস্তাব দিয়ে ইনু বলেন, এজন্য প্রয়োজনীয় বিদেশী সাহায্য ও অনুদান সংগ্রহ করতে বিশেষ কার্যকর কূটনৈতিক তৎপরতা শুরু করা দরকার। আগামী বাজেটে অনুৎপাদন খাতে ব্যয় কমিয়ে সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে বাজেট সাজাতে হবে। নোভেল করোনাভাইরাসের সামাজিক বিস্তৃতি ঠেকাতে ঘরে থাকতেই পরামর্শ দিয়েছেন হাসানুল হক ইনু। ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেছেন, আমাদের প্রথম কাজ করোনার বিস্তার ঠেকানো। যে কোন মূল্যেই লোক সমাগম বন্ধ রাখতেই হবে, যে কোনমূল্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদে থাকতে সাহায্য করুন। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ীভাবে হলেও আইসিইউ, ভেন্টিলেটরসহ হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন জাসদ সভাপতি। তিনি আহ্বান রেখে বলেছেন, করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ আছে এমন একজন ব্যক্তিও যেন পরীক্ষার বাইরে না থাকে। আমাদের এই সক্ষমতা অর্জন করতে হবে। করোনা সঙ্কটে সাধারণ চিকিৎসা ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। একজন রোগীও যেন বিনা চিকিৎসায় না থাকে, তা নিশ্চিত করতে হবে।
×