ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টোকিও স্কাইট্রি

প্রকাশিত: ১০:০২, ৪ এপ্রিল ২০২০

  টোকিও স্কাইট্রি

বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন- টোকিও স্কাইট্রি। ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি। জাপানের টোকিও শহরের সুমিদাতে অবস্থিত টোকিও স্কাইট্রির উচ্চতা ২ হাজার ৮০ ফুট। দুবাইয়ের বুর্জ খলিফার (২ হাজার ৭২২ ফুট) পর এটিই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উচ্চতম টাওয়ার। চীনের ক্যান্টন টাওয়ারকে হারিয়ে জাপানের টোকিও স্কাইট্রি স্থান করে নিয়েছে গিনেজ বুকে। বর্তমানে এটিই জাপানের সর্বোচ্চ দালান। ২০০৮ সালের ১৪ জুলাই টোকিও স্কাইট্রির নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি শেষ হয়। একই বছরের ২২ মে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ স্থাপনাটির নক্সা প্রণয়নকারী প্রতিষ্ঠান ছিল জাপানের নিক্কেন সেক্কেই। এটি নির্মাণে খরচ হয় প্রায় ৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ত্রিভুজ ও ইয়েন মুদ্রার গোল আদলের কাঠামোবিশিষ্ট ৩৬ হাজার ৯০০ বর্গমিটার জায়গায় নির্মিত স্কাইট্রি টাওয়ারটি ভূমিকম্প থেকে সম্পূর্ণ সুরক্ষিত। টাওয়ারের ৩১তলা পর্যন্ত রয়েছে প্রাতিষ্ঠানিক অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এ্যাকুরিয়াম, ডোম থিয়েটার, রেস্টুরেন্ট, বার, হোটেল ও বাণিজ্যিক দফতর। টাওয়ারের প্রধান আকর্ষণ দুটি মানমন্দির। উদ্বোধনের প্রথম সপ্তাহেই ১৬ লাখ দর্শনার্থী টোকিও স্কাইট্রি পরিদর্শন করেন। বর্তমানে এটি জাপানের টোকিও শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান। -জাপান টাইমস
×