ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনা দুর্যোগে এগিয়ে এলেন শিল্পী দম্পতি মনি পাহাড়ী-আশিক

প্রকাশিত: ০৯:০৫, ৪ এপ্রিল ২০২০

করোনা দুর্যোগে এগিয়ে এলেন শিল্পী দম্পতি মনি পাহাড়ী-আশিক

জনকণ্ঠ ডেস্ক ॥ আধুনিক বিশ্বে বিজ্ঞানের কল্যাণে উন্নত প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সভ্যতার উত্তরোত্তর বিকাশ হলেও পরস্পর থেকে অনেকটাই বিচ্ছিন্ন বিশ্বের মানুষ। সেই বিচ্ছিন্ন বিশ্বকে যেন এক কাতারে নিয়ে এসেছে করোনাভাইরাস। আর তা হলো মানবিক সমাজ, মানবিক বিশ্ব। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস কোভিড-১৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুর কারণে মানবিক সঙ্কটে পড়েছে সারা বিশ্ব। তবে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে গেছে ঠিকই কিন্তু নিজের বিপন্নতার কথা তুচ্ছজ্ঞান করে মানুষের সেবায় এগিয়ে এসেছেন কিছু সাহসী মানবিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মানবিক মানুষের বিভিন্ন সাহসী কর্মকা-ের তথ্য ও ছবি ভাইরাল হয়েছে। বাংলাদেশও এই ভাইরাসের সংক্রমণের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তবে বর্তমান সরকার বিভিন্নভাবে এই ভাইরাসের বিস্তার রোধে উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন কতিপয় বেসরকারী প্রতিষ্ঠান, কিছু মানবিক মানুষ। এই দুর্যোগে সমাজের অন্যান্য সচেতন মানবিক মানুষদের পাশাপাশি এগিয়ে এসেছেন শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষরাও। করোনাভাইরাসের কারণে যখন শিল্প-সংস্কৃতি চর্চা একেবারে স্থবির হয়ে গেছে তখন কিছু মানবিক মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে বসে মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন। এ রকম অসংখ্য শিল্পী, নির্মাতা, নাট্যকার, প্রযোজক, অভিনেতা নীরবে নিভৃতে কাজ করছেন। যাদের অনেকেরই খবর হয়তো মিডিয়ায় চাউর হয় না। তেমনি এক নিভৃতচারী শিল্পী দম্পতি মনি পাহাড়ী এবং আশিক সুমন। কোন দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য শিল্পীরা বিভিন্ন চ্যারিটি শোর আয়োজন করেন। কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব না হওয়ায় গতি থিয়েটারের সভাপতি মনি পাহাড়ী প্রথমবারের মতো ব্যতিক্রমী এক উদ্যোগ নেন। সাম্প্রতিক পরিস্থতিতে বিপন্ন মানুষের সাহাযার্থে ফেসবুক লাইভ চ্যারিটি শো’য়ের আয়োজন করে তা থেকে প্রাপ্ত সমুদয় অর্থ স্থানীয় মানুষদের মাঝে বিতরণ করেছেন। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে থিয়েটারকর্মী মনি পাহাড়ী বলেন, করোনা দুর্যোগকালীন মুহূর্তে সঙ্কটে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভ চ্যারিটি শো’র কথা ভাবেন তিনি। এই উদ্যোগে তাকে সমর্থন দেন তার আরেক তরুণ মেধাবী শিল্পী নাট্যনির্দেশক আশিক সুমন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা দুজন গত ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৪-৩০ মিনিট থেকে ফেসবুক লাইভ চ্যারিটি শোতে অংশ নেন। ব্যতিক্রমী এ উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়। সমাজের বিভিন্ন মহল তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এগিয়ে আসেন সহযোগিতা করেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত থিয়েটারকর্মী মনি পাহাড়ী বলেন, কিছুদিন থেকে লক্ষ্য করছি করোনাভাইরাস আমাদের আতঙ্কে ফেলে দিয়েছে সত্যি কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় একটি মানবিক ফেসবুক কমিউনিটি গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি ভাল কাজে এগিয়ে আসা মানুষের সংখ্যা অনেক। দুর্যোগে সহযোগিতা দিতে পৃথিবীজুড়ে অসংখ্য চ্যারিটি শো হয়। কিন্তু এখন যে দুর্যোগ চলছে সে সময়টা ঘরে থাকাই শ্রেয়। ঘরবন্দী এ সময়ে চ্যারিটি করতে তাই ফেসবুক লাইভের আশ্রয় নিয়েছি। ব্যক্তিগতভাবে পরিচিত এবং শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে পরিচিতদের সাড়াটা প্রত্যাশার অধিক। আমি অনেকটাই উচ্ছ্বসিত। মানবিক মানুষের ইতিবাচক সাড়া পেয়ে নিয়মিতভাবে ফেসবুক লাইভ চ্যারিটি শো করার কথা জানিয়েছেন গতি থিয়েটারের এই দুই কর্ণধার। লাইভে আশিক সুমন গান গেয়েছেন এবং সঞ্চালনার পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন মনি পাহাড়ী। লাইভের মাধ্যমে অনুদানের অর্থ দিয়ে গত ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তারা ৩৫ পরিবারকে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মাধ্যমে সহায়তা করেছেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২০ ও বাঘাইছড়ি উপজেলায় ১৫ পরিবার এ সাহায্য পেয়েছেন। বাঘাইছড়িতে এই কার্যক্রমে সহায়তা করছে থিয়েটারকর্মী সুশান্ত চাকমা এবং মনিষা চাকমা। এদিন রাত ১০-৩০ মিনিটে আবারও তারা চ্যারিটি শো নিয়ে ফেসবুক লাইভ আসেন। ফেসবুক লাইভ চ্যারিটি শো করার পর দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্থিক অনুদান দিয়েছেন। শিল্পী আশিক সুমন বলেন বিভিন্ন পেশাজীবী মানুষ সকলে নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। তারপরও পাহাড়ের মানুষের টানে যারা হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। অনেকে কাছাকাছি বিকাশ না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সহায়তা করতে পারছেন না। কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না বলে নিজ বিকাশে যতটুকু ছিল সবটুকু দিয়েছেন। যারা অনুদান দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন পরবর্তীতে আরও সহায়তা দিতে উৎসাহ প্রকাশ করেছেন। আমরা নিয়মিতভাবে সঙ্কট চলাকালীন এই শো করে যাব এবং যতটুকু পাব তিন থেকে চারদিন পরপর সেটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াব। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যে সাড়া তারা পেয়েছেন সেটা দারুণভাবে মানবিক বাংলাদেশের পরিচয় বহন করে। মনি পাহাড়ী বলেন, পরবর্তীত সদরের পাশাপাশি অন্যান্য উপজেলায়ও সাহায্য পৌঁছানোর চেষ্টা করব আমরা। যারা আর্থিক অনুদান না দিয়েও নৈতিক সমর্থন দিচ্ছেন, লাইভে যুক্ত থেকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দুই শিল্পী। ত্রাণ বিতরণ বিষয়ে পরামর্শ প্রদানের জন্য রাঙ্গামাটির জেলা প্রশাসক মামুনুর রশীদকে ধন্যবাদ জানিয়েছেন তারা। প্রসঙ্গত মানবিক এই শিল্পী দম্পতি লাইভে সাহায্যে আগ্রহীদের জন্য ০১৭১২-০৫১২৩১ বিকাশ নাম্বারটি দিয়েছেন। এছাড়া ব্যাংকের মাধ্যমে দেশ-বিদেশ থেকে আর্থিক সহায়তা পাঠাতে চাইলে মনি পাহাড়ী ও আশিক সুমনের মেসেঞ্জারে যোগাযোগ করতে অনুরোধ করেন। তারা ১০ টাকা থেকে শুরু করে যে কোন অংকের অর্থ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান। বিশেষ এই উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছেন তারা। ভিন্নধর্মী ভাবনা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য স্বল্প সময়ে মানুষের মনে যে আলোড়ন তৈরি হয়েছে সেটি অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×