ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইসোলেশনে থাকা ঠাকুরগাঁওয়ের এক পরিবারের ৫ জন করোনা আক্রান্ত নয় ॥ সিভিল সার্জন

প্রকাশিত: ১০:৪৯, ১ এপ্রিল ২০২০

আইসোলেশনে থাকা ঠাকুরগাঁওয়ের এক পরিবারের ৫ জন করোনা আক্রান্ত নয় ॥ সিভিল সার্জন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ মার্চ ॥ করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ জ্বর, সর্দি ও শ^াসকষ্ট নিয়ে ঠাকুরগাঁওয়ের আইসোলেশনে থাকা এক পরিবারের পাঁচজনের শরীরে করোনার নমুনা পাওয়া যায়নি। পরীক্ষায় সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সুতরাং তারা করোনাভাইসরাস আক্রান্ত নয়। মঙ্গলবার সকালে আইইডিসিআরের বরাত দিয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান তিনি। তারা পুরোপুরি সুস্থ হলে তাদের বাড়ি পাঠানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামে একই পরিবারের পাঁচজন জ¦র, সর্দি ও শ^াসকষ্টে অসুস্থ হলে তাদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাতে বিশেষ নিরাপত্তায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
×