ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনশূন্য চেরি ব্লসম

প্রকাশিত: ১০:৫৮, ৩১ মার্চ ২০২০

জনশূন্য চেরি ব্লসম

যুক্তরাষ্ট্রে ম্যাপল গাছজুড়ে কিছুদিন আগে গোলাপি ফুলের মুকুল দেখা গিয়েছিল। যাকে সাধারণভাবে চেরি বলে। পাতাবিহীন ডালে শুরু হয়ে ফুলের সাম্রাজ্য। এখন চলছে চেরি ব্লসম। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে চেরি ফেস্টিভ্যাল। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শুরু হয়েছে সারিবদ্ধ প্রস্ফুটিত গাছের বীথি তারপরও জনশূন্য। অগণতি মানুষের সমারোহ এ বছরের সারিবদ্ধ ও প্রস্ফুটিত গাছের বীথি জনশূন্য হয়ে উঠেছে। রিক্ততার চিহ্ন নেই জীবজগতে। ঝাউগাছ থেকে বেরিয়ে পড়েছে হলুদ গোল্ডফিঞ্চ। গাছের ছায়ায় বিষণœতা ক্রমশ উৎফুল্ল হয়ে উঠেছে। নির্মল রোদে চেরি ফুলের গুচ্ছ ভারাক্রান্ত পৃথিবীর সোনালি আভা। তবে মানুষের আনাগোনা একদমই নেই। প্রকৃতি ফুলে ফুলে ভরে গেলেও চেরি ব্লসমে কোন উৎসব হচ্ছে না। -ইউএসএ টুডে
×