ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্টস বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১২:৫০, ২৯ মার্চ ২০২০

 টঙ্গীতে গার্মেন্টস বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৮ মার্চ ॥ করোনাভাইরাসের কারণে টঙ্গীর সাতাইশে বেইস ফ্যাশন গার্মেন্টসে ছুটি ঘোষণা না করায় শ্রমিকরা কাজকর্ম ছেড়ে শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করেছে। জরুরী খোলা রাখার আওতায় এই কারখানাটিতে মাস্ক ও পিপিই উৎপাদন করা হয়ে থাকে। শ্রমিকদের কথা হলো গার্মেন্টসের কেন্দ্রীয় কর্তৃপক্ষ সারাদেশে সব গার্মেন্টস যেহেতু বন্ধ করেছে তাদেরটাও বন্ধ করতে হবে। শ্রমিকরা জনকণ্ঠকে জানান, কারখানায় নিরাপদে হাতধোয়া, পয়োনিষ্কাশন, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা কিংবা বেশি বেশি পানি খাওয়াসহ হাইজিন রক্ষার যাবতীয় নিয়ম পালন করার সুযোগ নেই। অপরিচ্ছন্ন হাতে মেশিন ও অন্যান্য দ্রব্য স্পর্শ করছেন এবং আতঙ্ক নিয়ে কাজ করছেন। তবে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হলে শ্রমিকরা কাজ যোগ দেবেন বলে জানান। গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের টঙ্গী থানা শাখার সভানেত্রী ডলি আক্তার জনকণ্ঠকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে পোশাক শ্রমিকদের জীবন নিরাপদ রাখতে মালিকপক্ষের কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে।
×