ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে লকডাউন

বাংলাদেশে থাকা ভারতীয়রা দেশে ফিরতে পারছে না

প্রকাশিত: ১২:১৪, ২৬ মার্চ ২০২০

বাংলাদেশে থাকা ভারতীয়রা দেশে ফিরতে পারছে না

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সমগ্র ভারতজুড়ে লকডাউন ঘোষণা করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। আগে থেকে ভারতে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারলেও লকডাউনের কারণে ভারতীয়রা তাদের দেশে ফিরতে পারছেন না। ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সাধরণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত ১২টা থেকে ২১ দিনের জন্য সমগ্র ভারতজুড়ে লকডাউন ঘোষণা করায় কার্যত ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ কারণে বুধবার থেকে ভোমরা বন্দর দিয়ে কোন আমদানি রফতানি হয়নি। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, লকডাউনের কারণে আমদানি-রফতানি কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে। ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ^জিত সরকার জানান, আগে থেকে ভারতে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা তারা দেশে ফিরতে পারলেও বাংলাদেশে থাকা ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারতে যেতে পাছে না। ভারতজুড়ে লকডাউনের কারণে ভারতীয় ইমিগ্রেশন তাদেরকে গ্রহণ করছে না।
×