ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে নিখোঁজ স্পিডবোট চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:১১, ২৬ মার্চ ২০২০

চাঁদপুরে নিখোঁজ স্পিডবোট চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৫ মার্চ ॥ চাঁদপুরে লঞ্চঘাট এলাকায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া চালক জাহাঙ্গীর সাজীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরীরা। বুধবার সকাল ১০টায় ডুবুরীরা তাকে উদ্ধার করেন। এর আগে উদ্ধার কাজে চেষ্টা চালায় চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরীরা। উদ্ধার হওয়া জাহাঙ্গীর ভোলা জেলা সদরের পূর্ব ইলিশ্যা গ্রামের মুনাফ সাজীর ছেলে। ভোলা থেকে আসা নিহত জাহাঙ্গীরের বড় ভাই আলাউদ্দিন জানান, তার ভাই জাহাঙ্গীর ও তার ছেলে আরিফ মঙ্গলবার বিকেলে স্পিডবোট নিয়ে ভোলা থেকে তাদের এক আত্মীয়কে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যাওয়ার জন্য আসেন। ঢাকা থেকে লঞ্চ আসার অপেক্ষায় এমভি ময়ূর লঞ্চের পেছনে অবস্থান করছিল। নোঙ্গর করার জন্য লঞ্চটি পেছনে বেক দিলে ধাক্কা খেয়ে স্পিডবোটসহ জাহাঙ্গীর তলিয়ে যায়। পিপিই বিতরণ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনাভাইরাসের সংক্রমণ থেকে চিকিৎসকদের সুরক্ষায় পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন জেলা শাখা। বুধবার দুপুর বারোটা থেকে নগরীর ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে পিপিই এবং মাস্ক বিতরণ করেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। এছাড়া বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদের মধ্যেও এসব পিপিই বিতরণ করা হয়। জেলা বিএমএর নিজস্ব অর্থায়নে তৈরি করা প্রায় আড়াইশ পিপিই সামগ্রী এসব প্রতিষ্ঠানের চিকিৎসকদের হাতে তুলে দেয়া হয়। চাল ও টাকা বরাদ্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার হতদরিদ্র, অসহায়, নিতান্ত গরিব মানুষের আপদকালীন সহায়তার জন্য ৫শ’ মে.টন চাল ও ১৩ লাখ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চাল ও টাকা ইতোমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে। করোনাভাইরাস প্রতিরোধে যে কোন সঙ্কটকালীন মুহূর্তে প্রয়োজন হলেই এগুলো বণ্টন ও সরবরাহ করা হবে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জমায়েত ব্যতিরেকে সরকারী নির্দেশনা মেনে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল পরিবারকে কিভাবে চাল ও নগদ টাকা সরবরাহ করা যায়, তার একটা কৌশল শীঘ্রই নির্ধারণ করা হচ্ছে। তবে এ চাল ও টাকা করোনাভাইরাস প্রতিরোধে আপদকালীন সময়ে একেবারে যারা অনাহারে ও দুর্ভোগে থাকার আশঙ্কা রয়েছে তাদের জন্যই বরাদ্দ করা হবে।
×