ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা মোদির

প্রকাশিত: ১২:২৬, ২৫ মার্চ ২০২০

ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা মোদির

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে নোভেল করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার মধ্যে আবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন তিনি। দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ লকডাউন জারি থাকবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার ভাষণে একথা জানিয়েছেন মোদি। এ সময়ে দেশের নাগরিকরা যে যেখানে আছেন সেখানেই থাকার অনুরোধ জানান তিনি। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের। ভাষণে মোদি বলেছেন, মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন, ভারতবাসীকে রক্ষা করতেই এ পদক্ষেপ। আপনাদের বাড়ির দরজার বাইরে লক্ষণরেখা টানা হল। মনে রাখবেন, এর বাইরে পা রাখলেই করোনাভাইরাসের মতো মহামারীকে বাড়িতে ডেকে আনবেন। এই কয়েকদিনের জন্য বাইরে বেরোনো ভুলে যান। প্রধানমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে এমন ঘোষণা দিচ্ছি। এটি না করলে দেশ আরও ২১ বছর পিছিয়ে যাবে। ২১ দিনের লকডাউন দীর্ঘ সময়, কিন্তু আপনাদের জীবন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস প্রত্যেক ভারতবাসী সরকারের নির্দেশ মেনে চলবেন। আশা করি শীঘ্রই আমরা এ সঙ্কট কাটিয়ে বেরিয়ে আসতে পারব।’ ৫ দিনে এ নিয়ে দ্বিতীয়বার জাতির উদ্দেশে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। এর আগের ভাষণে ‘জনতা কারফিউ’ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সে কারফিউ জনতা পালন করায় দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। জনতা কারফিউয়ের পরও করোনাভাইরাস নিয়ে নিয়ে আতঙ্ক এবং উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাতেই লকডাউন ঘোষণা করা হয়েছিল। এর মধ্যেই মোদি আবার ভাষণ দিলেন। তিনি এই সঙ্কট কালে দেশের নাগরিকদের ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খেতে নিষেধ করেছেন। সেইসঙ্গে করোনাভাইরাস নিয়ে যে নানারকম গুজব রটছে তার পাশাপাশি এবং কুসংস্কারও এড়িয়ে চলতে বলেছেন। শুধু কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
×