ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে মারা যাওয়া ফুলমালা করোনা আক্রান্ত ছিলেন না

প্রকাশিত: ০৯:৪৯, ২৫ মার্চ ২০২০

সিলেটে মারা যাওয়া ফুলমালা করোনা আক্রান্ত ছিলেন না

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থেকে শুরু করে মৃত্যুবরণ করে দাফন পর্যন্ত তাকে করোনা আক্রান্ত হিসেবেই বিবেচনা করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যাওয়া সেই নারীর শরীরে করোনাভাইরাস ছিল না। তার নাম ফুলমালা বেগম। তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনতি কারণে মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ আনিছুর রহমান মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাজ্য ফেরত সিলেটের শামীমাবাদ এলাকার সেই মহিলা করোনা আক্রান্ত সন্দেহে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ রাতে মারা যান। কিন্তু আইইডিসিআর-এর পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে- তার শরীরে করোনাভাইরাসের আক্রমণ ছিল না। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টই তার মৃত্যুর কারণ। গত রবিবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে আইসোলেশন ইউনিটে মৃত্যুবরণকারী যুক্তরাজ্য ফেরত ওই নারীর মুখের লালাসহ অন্যান্য স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যায় ঢাকা থেকে আগত আইইডিসিআর টিম। উল্লেখ্য, সিলেটে মৃত্যুবরণকারী শামীমাবাদের সেই মহিলা যুক্তরাজ্যের মানচেস্টারে অভিবাসী ছিলেন। পরদিন রবিবার দুপুরে তাকে সিলেট নগরের মানিকপির টিলায় বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।
×