ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইতালিতে করোনার উৎপত্তি চ্যাম্পিয়ন্স লীগ থেকে!

প্রকাশিত: ০৯:৪৩, ২১ মার্চ ২০২০

 ইতালিতে করোনার উৎপত্তি চ্যাম্পিয়ন্স লীগ থেকে!

স্পোর্টস রিপোর্টার ॥ মিলানের সানসিরোতে গত ১৯ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ইতালিয়ান ক্লাব আটালান্টা ও স্পেনের ভ্যালেন্সিয়া। ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল স্বাগতিক আটালান্টা। এরপর গত ১০ মার্চ ভ্যালেন্সিয়ার মাঠেও ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। এখন এক মাস পর জানা গেল, ১৯ ফেব্রুয়ারি মিলানে দুদলের প্রথম লেগের ম্যাচেই যা সর্বনাশ হওয়ার হয়েছে। কিসের সর্বনাশ? মরণঘাতী করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব হলেও বর্তমানে তা ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। এই দেশটিতেই এখন সবচেয়ে মৃত্যুর সংখ্যা বেশি। আর চতুর্থ সর্বোচ্চ মারা গেছে স্পেনে। কি কারণে ইতালিতে এতটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। তাতেই উঠে এসেছে, আটালান্টা ও ভ্যালেন্সিয়ার প্রথম লেগের ম্যাচটি থেকেই করোনা ছড়িয়ে পড়তে পারে। ওই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৪৫ হাজার দর্শক। ম্যাচকে ঘিরে রমরমা অবস্থা ছিল। চিৎকার-চেঁচামেচি ও একে অন্যকে জড়িয়ে ধরতে দেখা যায় ভক্তদের মধ্যে। এ কারণেই করোনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন ইতালিয়ান রোগ প্রতিরোধ বিজ্ঞানী ফ্রান্সেসকো লে ফসে। তিনি বলেন, ওই ম্যাচের পর এক মাস অতিবাহিত হয়েছে। ম্যাচকে ঘিরে রমরমা অবস্থা ছিল। দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। যে যার মতো করে গ্যালালিতে আনন্দ-উৎসব করেছে। একে অপরকে জড়িয়ে ধরেছে। ওখান থেকেই করোনা ছড়িয়ে পড়তে পারে। এদিকে ফুটবলারদের মধ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান সেন্টার-ব্যাক ড্যানিয়েল রুগানি। এরপর থেকে কোয়ারেন্টাইনে রাখা হয় জুভেন্টাস খেলোয়াড়দের। করোনা আতঙ্কের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তুরিন ছেড়ে নিজ দেশ পর্তুগালে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকলেও তার সতীর্থরা ছিলেন ইতালিতে। এবার দলের কোয়ারেন্টাইন ছেড়ে নিজ দেশে ফিরেছেন রোনাল্ডোর সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান জুভেন্টাস সতীর্থ আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। ইতালিয়ান সিরি এ স্থগিত হওয়ার পর থেকে তুরিনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন হিগুয়াইন। এক সপ্তাহ আগে রুগানি করোনা আক্রান্ত হওয়ার পর জুভদের সব তারকাকে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। জুভদের ফরাসী তারকা ব্লেইস মাতুইদি করোনা আক্রান্ত হলেও কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এসেছে হিগুয়াইনের। কোয়ারেন্টাইনের সময় দুই সপ্তাহ হলেও জুভেন্টাস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিজ দেশে গেছেন তার অসুস্থ মাকে দেখতে। করোনা ঠেকাতে আর্জেন্টিনা সব ফ্লাইট যাত্রা স্থগিত রাখায় একটি প্রাইভেট জেটে করে পরিবারকে নিয়ে তিনি প্রথমে ফ্রান্সে যান। তারপর থামেন স্পেনে। এরপর উড়াল দেন দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে। শুধু হিগুয়াইন নয়, তুরিন ছেড়ে নিজের দেশে পরিবারের কাছে ফিরে গেছেন জুভেন্টাসের আরও দুই তারকা জার্মানির সামি খেদিরা ও বসনিয়ার মিরালেম পিয়ানিচ।
×