ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্রিড বিকল, উত্তরের ৮ জেলায় বিদ্যুত বিচ্ছিন্ন

প্রকাশিত: ১১:১৪, ২০ মার্চ ২০২০

গ্রিড বিকল, উত্তরের ৮ জেলায় বিদ্যুত বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ গ্রিড বিকল হয়ে উত্তরাঞ্চলের আট জেলা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের বড়পুকুরিয়ার গ্রিড সাবস্টেশন ট্রিপ করে। একই সময় বগুড়া পুরাতন থেকে বগুড়া নতুন সঞ্চালন লাইন ট্রিপ করায় উত্তরবঙ্গের আট জেলা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পিজিসিবি বলছে ৭টা ৪০ মিনিটে পিজিসিবি গ্রিড সাবস্টেশন এবং বগুড়ার লাইন চালু করেছে। এরপর আস্তে আস্তে বিতরণ লাইন লোড নেয়া শুরু করছে। পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, বগুড়াতে একটি সার্কিটে সমস্যা কারণে এটি হয়েছে। কেন এই পরিস্থিতি হলো তা আমরা খতিয়ে দেখছি। এখন আর কোন সমস্যা নেই। নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, বগুড়া গ্রিডে সমস্যার কারণে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু এখন সবখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
×