ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৩৯, ২০ মার্চ ২০২০

মুক্তিযোদ্ধার পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৯ মার্চ ॥ সদর উপজেলার ফুরসন্দি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হাফিজুর রহমানের পরিবারের জমি-জামা জবরদখল করে তাকে গ্রাম থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে একটি প্রভাবশালী মহল। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের কন্যা শাহনাজ পারভীন। সে সময় তার পিতা অসুস্থ মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও মাতা রোকেয়া বেগম উপস্থিত ছিলেন। শাহনাজ পারভীন লিখিত বক্তব্যে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য হয়েও তার পিতাকে আজ নির্যাতনের শিকার হতে হচ্ছে। ভূমি দস্যুরা তার জমি-জমা জোর দখল করে নিচ্ছে। প্রভাব খাটিয়ে আমার পিতার সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। তিনি জানান, খবর পেয়ে তিনি ঢাকা থেকে পিতার বাড়িতে এসেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন আজ একজন বীর মুক্তিযোদ্ধার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
×