ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেলফ আইসোলেশনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা

প্রকাশিত: ১১:৪৪, ১৯ মার্চ ২০২০

সেলফ আইসোলেশনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য ভারত সফর থেকে ফেরা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। করোনাভাইরাসের আক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপথে সিরিজটা বন্ধ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিলেন মেডিক্যাল অফিসার চিকিৎসক শুয়াইব মানজারা। ‘এ সফরের আগে সিএসএ করোনাভাইরাসের ঝুঁকি মূল্যায়ন করেছিল। তখন আমরা ঝুঁকিকে খুব কম বলে মনে করেছি। কিন্তু সফরের সময় ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব পরিবেশের বিষয়টি বিবেচনা করে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’ প্রোটিয়াদের সঙ্গে দুবাই, দিল্লী, ধর্মশালা, লক্ষেèৗ ও কলকাতা ভ্রমণ করেছেন তিনি। মানজারা বলেন, ‘দেশে তাদের পরিবার কি অবস্থায় আছে তা নিয়ে শঙ্কায় ছিল খেলোয়াড়রা।’ তিনি আরও যোগ করেন, ‘ভারতে খেলোয়াড়রা আইসোলেশনেই ছিল এবং চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করেছে এবং স্যানিটাইজড পরিবেশের মধ্যেই ছিল।’ মানজারা জানান, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বিশেষজ্ঞের নির্দেশনা অনুসরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
×