ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা মোহামেডান ক্লাবের নির্বাচন ১৮ এপ্রিল

প্রকাশিত: ১২:০২, ১৮ মার্চ ২০২০

ঢাকা মোহামেডান ক্লাবের নির্বাচন ১৮ এপ্রিল

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ঢাকা মোহামেডান ক্লাবের নির্বাচনের দিন ঠিক হয়েছে ১৮ এপ্রিল। ক্লাবের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ আমিনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাবের অন্যতম পরিচালক কামরুন নাহার ডানা বলেন, ‘গঠনতন্ত্র মোতাবেক আমাদের অন্তর্বর্তীকালীন সভাপতি সকল পদক্ষেপ নিয়েছেন। ১১ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ও এজিএমের আগে ক্লাব সদস্যের একমাস আগে অবহিত করতে হয়। আবার এপ্রিলের শেষ সপ্তাহ থেকে রোজা শুরু। সবদিক বিবেচনায় ১৮ এপ্রিলই সুবিধাজনক দিন।’ বাফুফের সাবেক সদস্য এবং বিশিষ্ট আইনজীবী এবিএম রেজাউল কবির কাউসারকে আহ্বায়ক করে এগারো সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ক্লাবের কর্মকর্তারা জয়েন্ট স্টক এক্সচেঞ্জের সদস্য তালিকা চেয়েছেন। সেই তালিকা পেলে নির্বাচন কমিশনের কাছে বুঝিয়ে দেয়া হবে। ২০১১ সালে ঐতিহ্যবাহী মোহামেডান লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়। লিমিটেড কোম্পানি হলেও মোহামেডান অতীতের সাফল্যধারা বর্তমান সময়ে বজায় রাখতে পারেনি। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি সুনাম হারিয়েছে। সম্প্রতি আদালত বিশিষ্ট আইনজীবী এমএ আমিনউদ্দিনকে মোহামেডান ক্লাবের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ করে এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়। মোহামেডানের পরিচালনা পর্ষদ অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
×