ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৩, ১৮ মার্চ ২০২০

মোহাম্মদপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে পুরনো ঢাকার ওয়ারীতে বিপুল সংখ্যক জাল শিক্ষা সনদ ও এর তৈরি সরঞ্জামাদিসহ এক হোতাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মোহাম্মদপুরে মাহির মাহবুব অরথি (১৩) এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে মোহাম্মদিয়া হাউজিংয়ে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গ্রামের বাড়ি খুলনা জেলার সদর থানার টুটপাড়া এলাকায়। অরথি মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ১ নম্বর রোডের বি-ব্লকের পঞ্চম তলায় পরিবারের সঙ্গে থাকত। এদিকে মঙ্গলবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অরথির লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বড় ভাই মুশফিক রহমান জানান, আমার মা কয়েক বছর আগে মারা গেছে। অরথি বিভিন্নভাবে মন খারাপ করে থাকত। সে বিভিন্ন সময় তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেত। এসব বিষয়ে তাকে নিষেধ করা হতো। তবে অরথি কি কারণে এ কাজ করল তা বুঝতে পারছি না। সোমবার দুপুরে খাওয়ার পর স্কুলছাত্রী অরথি নিজ কক্ষে ঘুমাতে যায়। পরে সন্ধ্যার দিকে নিহতের ভাই মুশফিক বোনের দরজা লাগানো দেখে তাকে ডাকাকাকি করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তার বাবাকে ডেকে আনেন। পরে বেডরুমের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচাঁনো অরথিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে নামিয়ে দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, অরথি বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেত। এ বিষয়ে তাকে নিষেধ করা হলে অভিমানে গলায় ফাঁস দিয়েছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে গভীর রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে অরথির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। এসআই আলতাফ আরও জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে অরথির লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপুল সংখ্যক জাল শিক্ষা সনদসহ একজন গ্রেফতার ॥ পুরান ঢাকার ওয়ারীর আর কে মিশন এলাকা থেকে বিপুল সংখ্যক জাল শিক্ষা সনদ ও এর তৈরি সরঞ্জামাদিসহ মালিক কুমদ কর্মকার ওরফে জয়কে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, সোমবার রাতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আর কে মিশন রোডের মোতালেব ম্যানসন-এর ৫ম তলায় ৫১২ রুমে অভিযান চালায়। এ সময় জাল শিক্ষা সনদ তৈরির চক্রের মূল হোতা কুমদ কর্মকারকে আটক করে। পরে সেই রুমে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামীয় এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড মোট ৬০টি, ৫৫টি শিক্ষার্থী কার্ড। যাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর লেখা আছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের কোর্সের তথ্য কার্ড মোট ৪৮টি, বিভিন্ন নামীয় সার্টিফিকেট ৫টি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় টাকা জমা দেয়ার ব্যাংক রসিদ বই ১টি, বিভিন্ন নামের এইচএসসির এডমিট কার্ড ৩০টি, এনএসপিপিইসি এর চুক্তিনামা ফরম ১৫টি, সূচীপত্র বাংলা দ্বিতীয় পত্র ৫ সেট, এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ভর্তি তথ্য বিবরণী ২০২০ ৩ পাতা, এক্সক্লুসিভ সাজেশন ফর এইচএসসি এক্সাম উইন এনসার মোট ৭ পাতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০ এর আবেদন ফরম ১৩টি, যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ আরও অনেক লেখা আছে, পুনঃ নিরীক্ষার আবেদনপত্র ৪টি, যাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক লেখা আছে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর জন্য আবেদন ফরম ৭টি, বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র বহি ১টি। যাতে মূলকপি প্রাইমারী মাধ্যমিক, মাদ্রাসা ও বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র লেখাসহ আরও লেখা আছে। এছাড়া আরও অনেক জাল শিক্ষা সনদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জয় র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে গ্রামের সহজ সরল অল্প শিক্ষিত ছাত্র-ছাত্রীদের টার্গেট করে তাদের সরলতার সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের বানোয়াট/জাল শিক্ষা সনদ প্রদান করে আসছে। যা আসল সনদ বলে সরবরাহ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে র‌্যাব জানায়।
×