ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গভীর শ্রদ্ধায় জনককে স্মরণ

প্রকাশিত: ০৮:৪৯, ১৮ মার্চ ২০২০

গভীর শ্রদ্ধায় জনককে স্মরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ শতবর্ষে মুজিব। সারাদেশে গভীর শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সামাজিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শপথ নেয়ার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম যথাযথ মর্যাদা এবং আয়োজনে মঙ্গলবার শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ।’ করোনা সতর্কতায় বড় জমায়েত না হলেও উৎসবের বিস্তৃতি ছিল মহানগর ও জেলাজুড়ে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে চট্টগ্রামবাসী স্মরণ করেছে বিন¤্র শ্রদ্ধায়। মুজিববর্ষ শুরুর এ দিনটিতে সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে ছিল বিপুল আয়োজন। এসব আয়োজন থেকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার শপথ উচ্চারিত হয়। মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন ছিল চট্টগ্রাম জেলা প্রশাসনের। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সশস্ত্র সালাম নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলুন উড়িয়ে ও কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন এবং বৃক্ষরোপণ। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর, সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সাহাবউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটি, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, আনসার-ভিডিপি, শিল্প পুলিশ, পিবিআই, সমাজসেবা, যুব উন্নয়ন অধিদফতর ও মৎস্যসম্পদ দফতরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা। বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে লাইটিংয়ের পাশাপাশি রাত ৮টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ফানুস উড়িয়ে আতশবাঁজি ফুটানো হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মসূচীও ছিল বেশ বর্ণাঢ্য। আন্দরকিল্লার বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। খুলনা জনসমাগম বাদ রেখে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচীর মধ্যদিয়ে বিভাগীয় শহর খুলনায় মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয় এবং সরকারী, আধাসরকারী ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোকসজ্জাসহ ফজরের নামাজের পর ২৩০০ জন কোরানে হাফেজের ১২০০ বার কোরান খতম শেষে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৫ আগস্টের শহীদ এবং করোনাভাইরাস থেকে দেশবাসীকে হেফাজাতের লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ এবং সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সিলেট বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সিলেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়। নগরের বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ও রঙ্গিন সাজে সাজানো হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী রক্তদান ইত্যাদি। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রহ) মাজার মসজিদে মিলাদ মাহফিলে আয়োজন করে। এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বার অব কমার্স, সিলেট ডায়াবেটিক হাসপাতাল, সম্মিলিত মুক্তিযোদ্ধা জেলা যুবলীগ, সিলেট সিটি কর্পোরেশন ছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করে। বরিশাল নগরীসহ জেলার প্রতি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। মঙ্গলবার প্রথম প্রহরে আতশবাঁজি আর ভোরে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল নয়টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংলগ্ন বন্ধবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের কর্মসূচীতে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। যশোর জাতির জনকের সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। এরপর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। এরপর মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের লেখা নিয়ে বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ও মুজিব কর্নারের উদ্বোধন করেন তিনি। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল ম্যুরালের উদ্বোধন করেন। মুন্সীগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। শহরের ইদ্রাকপুর কেল্লা চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে সকাল সাড়ে ৯টা থেকে সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। পরে এর পাশেই ১০০টি বেলুন ওড়ানো হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১০০ পাউন্ডের কেক কাটা হয়। পরে এখানে আলোচনা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহ। বগুড়া বগুড়ায় মর্যাদার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান হয়েছে। এই দিন থেকে শুরু হয়েছে মুজিববর্ষ। সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল বগুড়া সেনানিবাসে। সামরিক ব্যান্ডের তালে জাতির পিতার জীবনাদর্শ দেশ গঠনে রাজনৈতিক অবদান মহান মুক্তিযুদ্ধের ভূমিকা বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বর্ণাঢ্য র‌্যালি সেনানিবাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রদক্ষিণ করে। প্রধান অতিথি ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। জেলা প্রশাসনের অনুষ্ঠান শুরু হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারী-বেসরকারী ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়সহ সব সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার হয়। বগুড়া প্রেসক্লাব আলোচনা সভার আয়োজন করে। শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয় শিশু একাডেমির আয়োজনে। বগুড়া সরকারী আজিজুল হক কলেজে একাদশ থেকে মাস্টার্স ক্লাস পর্যন্ত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের ওপর এমসিকিউ পদ্ধতিতে ৫০ প্রশ্নের পরীক্ষা নেয়া হয়। সিরাজগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড এবং ১৫ নারী মুক্তিযোদ্ধাসহ একশ’ ৫০ জনকে সম্মানিত করা হয়েছে। অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি তাদের প্রত্যেকের হাতে নগদ অর্থ ও সম্মাননা পত্র তুলে দেন। এছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সার্কিট হাউসে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন এবং সরকারী শিশু পরিবারে শিশুদের মাঝে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মহোদয়ের সঙ্গে টিম সিরাজগঞ্জের মিষ্টি বিতরণ। অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আ আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির। ময়মনসিংহ শ্রদ্ধা নিবেদন, মিষ্টি বিতরণ, কেক কাটা, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় সার্কিট হাউস মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মঙ্গলবার সকালে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। এরপর ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসবের বাইরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, পুলিশ লাইন্স, ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জন্মদিনের কেক কাটা, মিষ্টি বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনার মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে ময়মনসিংহে। গাজীপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস মঙ্গলবার আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে পালিত হয়েছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের পর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী মাঠে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন এব কেক কাটা হয়। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী পালিত হয়। দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মুজিব ম্যুরাল উন্মোচন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান। এসময় জেলা পরিষদের প্যানেল মেয়র এসএম মোকসেদ আলম, দিলরুবা ফাইজিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর প্রেসক্লাবে মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও একইদিন সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ক্যাম্পাসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননানের নেতৃত্বে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) অনুরূপ কর্মসূচী পালিত হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বারির মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাবসহ বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাঙালী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জন্মশতবার্ষিকী উদযাপনে জেলা শহরকে সাজানো হয় নান্দনিক রূপে। শহরের একমাত্র দীঘির মাঝে নৌকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ভবন ও প্রতিষ্ঠানে আলোকসজ্জাকরণসহ নানা কর্মসূচী পালিত হয়। রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠান পৃথক কর্মসূচীর মাধ্যমে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করেন। বিলুপ্ত ছিটমহলগুলোতেও জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হয়। পুরো পঞ্চগড় শহরকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। মঙ্গলবার সকালে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আনোয়ার সাদাত স¤্রাট ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয় এবং সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জয়বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। সকাল সাড়ে ৯টায় কেক কেটে মিষ্টি মুখ এবং ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ সূর্যকান্ত দাস, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, ৭১ সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান প্রমুখ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সকাল সাড়ে ১০টায় কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে মেয়রপতœী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ। পরে বেলুন উড়িয়ে রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। নাটোর ‘মুজিববর্ষে সোনার বাংলা, ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে, আলোর পরিবেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্বোধন এবং জাতীয় শিশু দিবস। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সংসদ সদস্য রতœা আহমেদ ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নড়াইল সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি মাশরাফী। পরে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো হয়, এরপর শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ৭ মার্চের ভাষণ উচ্চারণের পর কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলুসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। খাগড়াছড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মুজিব কর্নার উদ্বোধন। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে কলেজিয়েট স্কুল মাঠ থেকে সকালে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিজিয়নের মুশফিক হলে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। কুমিল্লা মঙ্গলবার সকালে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। এদিকে জেলার বুড়িচং উপজেলা পরিষদ ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা। চাঁদপুর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ মাহববুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। বাগেরহাট সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেণ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেলুন উড়ানো ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিএস হুমায়ুন কবির, ডিডিএলজি দেব প্রসাদ পাল, এডিসি কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিনসহ সরকারী- বেসরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বরগুনা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরগুনা সার্কিট হাউস প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সোয়া ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুজিব অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য সুলতানা নাদিরা। নারায়ণগঞ্জ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। সকালে নগরীর ২নং রেল গেট এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী। এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদলের নেতৃত্বে ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মেহেরপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। পরে প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক আতাউল গনি সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। নেত্রকোনা জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। সকাল আটটায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, রেডক্রিসেন্ট সোসাইটি, উদীচীসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি মোক্তারপাড়া মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। গাইবান্ধা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বানির মাধ্যমে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর সূচনা হয়। পরে গাইবান্ধা পৌর পার্কের বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিয়াম ল্যাবরেটরি স্কুলে কেক কাটা ও শিশুদের মিষ্টি বিতরণ করা হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক। লালমনিরহাট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে তোপধ্বনি, সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশু পরিবারের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে । ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্বালন করা হয়। স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সেখানে কেক কাটা হয়। সেসময় সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। একই সঙ্গে চলে আতশবাজি প্রদর্শন। এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। টাঙ্গাইল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, শোভাযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন ও হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, আতশবাজি, রোডমার্চ, কুচকাওয়াজ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপির নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সুনামগঞ্জ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় খ- খ- র‌্যালি। পরে কেক কেটে, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, প্রার্থনা, আলোচনাসভা, বেলুন ওড়ানো, আতশবাজির মধ্যদিয়ে জন্মদিনের দিনব্যাপী কর্মসূচি উদ্যাপন করা হয়। ঠাকুরগাঁও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ৩১ বার তপোধ্বনির পর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান ও মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সঙ্গে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সালন্দর ডিগ্রী কলেজসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শত শত মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করেন। এ সময় জাতির পিতার আত্মার শান্তি ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এরপর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরালের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য। ফেনী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে সমিতি ও হাসপাতালের কর্মকর্তারা। কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, কুড়িগ্রাম পৌরসভা, জেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি আনন্দ র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়া মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের মুহূর্তে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৯টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু ভাস্কর্যে জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, সাংবাদিক এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উৎসবমুখর পরিবেশে ফুলেল শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং জাতির পিতার আত্মার শান্তি, দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সকালে শহীদ স্মৃতিস্তম্ভে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মানিকগঞ্জ প্রেসক্লাব, আনসার ভিডিপি, সরকারী দেবেন্দ্র কলেজ, সরকারী বালক বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করে, ১১টায় সরকারী শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। দুপুরে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। নীলফামারী মঙ্গলবার নীলফামারীতে সরকারী-বেসরকারী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন রাস্তায় নেমে আসে। তাদের কাছে করোনাভাইরাসের ভয়ভীতি উপেক্ষিত হয়ে যায় যেন। খ- খ- ভাবে যে যেমন করে পেরেছে ফুল নিয়ে জেলা শহরের ডিসি চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিকৃতিতে পুষ্পমাল্য করা হয়। মঙ্গলবার সকাল ৬টায় তোপধ্বনির মাধ্যমে মুজিববর্ষের সূচনা করা হয়। রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। এরপর সরকারী-বেসরকারী বিভিন্ন দফতর, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ তার সকল অঙ্গসংগঠন, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। কিশোরগঞ্জ সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা প্রতিযোগিতা, গৃহহীনদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর, ভূমিহীনদের মধ্যে খাস জমির দলিল হস্তান্তর, ক্যান্সার-কিডনিসহ বিভিন্ন জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া সদরের যশোদলে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগসহ পূর্ণাঙ্গ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সকাল ৭টায় শহরের খরমপট্টিস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচী শুরু করে জেলা প্রশাসন। মাদারীপুর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ। রাঙ্গামাটি সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, জেলা প্রশাসনসহ শহরর বিভিন্ন সংগঠন। পরে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’-জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জামালপুর শেখ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফৌজদারী মোড়ে ১০০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। ভোরে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জয়পুরহাট সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাতির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন প্রথমে এবং পরে জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধাঞ্জলি জানায়। মুজিববর্ষের শতবর্ষ বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। এ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদফতর, জেলা মৎস্য বিভাগ, যুব উন্নয়ন অধিদফতর, সদর উপজেলা পরিষদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। রাজবাড়ী সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে সংসদ সদস্য কাজী কেরামত আলী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আম্রকানন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ফরিদপুর মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের অম্বিকা ময়দানে অস্থায়ী বেদিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় এমপি খন্দকার মোশরারফ হোসেনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এর পর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ বাহিনীর পক্ষে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা পরিষদের পক্ষে রোকমান হোসেন মৃধা, ফরিদপুর পৌরসভার পক্ষে শেখ মাহাতাব আলী, জেলা আওয়ামী লীগের পক্ষে সুবল চন্দ্র সাহাসহ অন্য নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পাবনা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পাবনা প্রেসক্লাব, পাবনা জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারী এডওয়ার্ড কলেজ, সরকারী মহিলা কলেজ, পাবনা মেডিক্যাল কলেজ, শহীদ বুলবুল কলেজ, পাবনা কলেজ, শহীদ মনসুর আলী কলেজ, গণশিল্পী সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ঝালকাঠি মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে বঙ্গবন্ধুর জীবনের নানা কর্মকা- নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক জোহর আলী। এছাড়া চুয়াডাঙ্গা, পটুয়াখালী, পিরোজপুর, শেরপুর, ভোলা, লক্ষ্মীপুর, মাগুরা, মৌলভীবাজার, দাউদকান্দি, দৌলতপুর, বাউফল, মঠবাড়িয়া, আমতলী, মাধবপুর, সাভার, ঈশ্বরদী, ভালুকা, কেরানীগঞ্জ, লালপুর, রূপগঞ্জ, শাহজাদপুর, মংলা, কলাপাড়া , মোহনগঞ্জ, সোনারগাঁও, রাবি, ইবি, শাবি ও হাবিপ্রবিতে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
×