ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওষুধ চুরির অভিযোগে পঙ্গু হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ১৩:১৫, ১৭ মার্চ ২০২০

ওষুধ চুরির অভিযোগে পঙ্গু হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্নতার আড়ালে হাসপাতালের ওষুধ চুরির অভিযোগে রাজধানীর পঙ্গু হাসপাতালের মোঃ আব্দুর রব (৪৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সরকারী ওষুধ উদ্ধার করা হয়। র‌্যাব-২ (সিপিসি-২) অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে শেরেবাংলা নগর থানা এলাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের পেছনে একটি টংঘরে অভিযান চালানো হয়। পরে হাতেনাতে চোরাই স্যালাইনসহ আব্দুর রবকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫০ পিস স্যালাইন, প্লাস্টার ও গজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রব জানায়, তিনি শ্যামলীর ১ ও ২ নম্বর রোডের ময়লা পরিষ্কারের কাজ করেন। চিকিৎসকরা ভর্তিকৃত রোগীদের অপারেশনের জন্য যে সকল ওষুধ লিখে দেন তার মধ্য থেকে প্রয়োজনীয় ওষুধ ছাড়া অতিরিক্ত ওষুধ হাসপাতালের অপারেশন থিয়েটারে থেকে যায়। তিনি প্রতিদিন ভোরবেলা এবং দিনের বিভিন্ন সময় ময়লা পরিষ্কারের অজুহাতে পঙ্গু হাসপাতালের ভেতরে প্রবেশ করে রোগীদের ওষুধ ও অপারেশন থিয়েটারের অতিরিক্ত ওষুধ হাসপাতালের কর্মচারীদের সহযোগিতায় চুরি করে নিয়ে আসেন। পরে হাসপাতালের বিপরীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের পেছনে ডাস্টবিনের পশ্চিমে খালপাড়ে নিজের টংঘরের মধ্যে চুরি করা ওষুধ মজুদ করে রাখেন।
×