ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক কানেই বিশ্বজয়

প্রকাশিত: ১১:২৪, ১৬ মার্চ ২০২০

  এক কানেই বিশ্বজয়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রাই নামে এক কুকুর ছানা জন্ম থেকেই একটি কান নেই। মাত্র ১২ সপ্তাহ বয়সেই শারীরিক এই বৈশিষ্ট্যের জন্য সে এখন সামাজিক মাধ্যমে জনপ্রিয়। মায়াভরা মুখ মন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের লোকজন তাকে গোল্ডেন রিট্রাইভার বলে ডাকে। মিশিগানের এক হাসপাতালে যখন রাইয়ের শুশ্রুষা হচ্ছিল তখন তার বিশেষ যত্নের ব্যবস্থা নিয়েছিলের সেখানকার কর্মী ব্রিয়ানা। তখনই রাইয়ের প্রতি তার মায়া জন্মে। তিনি দত্তক নিয়ে নিজের সন্তানের মতো করেই পালন করতে থাকেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এক কানেই রাই আজ জনপ্রিয়তার শীর্ষে। রাস্তা থেকে তুলে নিয়ে এসে জীবন দিয়েছেন। এত বড় করেছেন। রাই তার নামেই জনপ্রিয় হয়েছে এভাবেই। গত বছর, একটি কুকুর ছানা মাথায় একটি লেজ নিয়ে জন্মেছিল। তাকে সবাই ডাকতেন ফ্যারি ইউনিকর্ন বা একলেজ বিশিষ্ট বলে। কুকুর ছানাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পাওয়া গিয়েছিল। -ইউএসএ টুডে
×