ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৬ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রকাশিত: ১১:২৩, ১৬ মার্চ ২০২০

  ৬ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি  শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। রবিবার বিকেল থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় এ আমদানি কার্যক্রম। পেঁয়াজ আমদানির কথা শুনে পেঁয়াজ কিনতে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা। অপরদিকে পেঁয়াজের আড়তগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। এর আগে গেল বছরের ২৮ সেপ্টেম্বর পেঁয়াজ সঙ্কট দেখিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। যার ফলে আটকে যায় হাজারো টন পেঁয়াজের এলসি। এতে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় পেঁয়াজ আমদানিকারকরা। সম্প্রতি ভারত সরকার ২৬ ফেরুয়ারি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রে আবেদন করেন হিলির পেঁয়াজ আমদানিকারকরা। এর মধ্যে ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়। অনুমতি পাওয়া পেঁয়াজগুলো রবিবার বন্দর দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে রবিবার বিকেল পর্যন্ত ভারতীয় ৪টি ট্রাকে ৯৫ মেট্রিকটন পেঁয়াজ হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।
×