ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতির পিতার জন্ম শতবর্ষ উদ্যাপনে নতুন প্রজন্মে প্রেরণা সৃষ্টি হবে ॥ জাপা

প্রকাশিত: ১১:০১, ১৫ মার্চ ২০২০

জাতির পিতার জন্ম শতবর্ষ উদ্যাপনে নতুন প্রজন্মে প্রেরণা সৃষ্টি  হবে ॥ জাপা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয় বলেছেন, যে ব্যক্তির জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, যিনি আজন্ম গণতন্ত্র ও মেহনতী মানুষের জন্য সংগ্রাম করে গেছেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদ্যাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে প্রেরণা সৃষ্টি হবে। শনিবার জাপার বনানী কার্যালয়ে সিটি কলেজ ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রনেতাদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরও বেশি বেশি জানতে পারবে। মুজিব শতবর্ষকে জাতীয় পার্টির পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে। কারণ জাতির পিতা কোন দলের নয়। গোটা জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরাও জাতির পিতার শতবর্ষ পালন করব। ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায় ॥ ঢাকা ১০ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাজী মোঃ শাহজাহান বলেছেন, ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায়। ভোটারদের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে, জনগণের ভোটের কোন মূল্য নেই। ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পেলে অবশ্যই ভোট দিতে ভোটকেন্দ্রে আসবে।
×