ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় মাদকসহ কনস্টেবল ও রেলের নিরাপত্তা সদস্য আটক

প্রকাশিত: ০৯:০৫, ১৫ মার্চ ২০২০

আখাউড়ায় মাদকসহ কনস্টেবল ও রেলের নিরাপত্তা সদস্য আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়ায় মাদকসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। শুক্রবার রাতে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের আটক করে। আটকদের মধ্যে পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২)। তিনি দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন বলে বিজিবিকে জানায়। সে কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়নপুরের গকূলনগর এলাকার বাসিন্দা হরিদাস চন্দ্র বিশ্বাসের ছেলে। বোয়ালখালীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, ১৪ মার্চ ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির আক্রমণে মোঃ আকিব হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শামশুল আলমের ছেলে। বোয়ালখালী থানা পুলিশ জানান, আকিবকে নিয়ে তার বাবা মধ্য রাতে বাড়ির পাশের ওরশ থেকে ফিরছিলেন। পথে তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। এতে তার বাবাও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে শুক্রবার রাতে করলডেঙ্গা পাহাড় থেকে হাতিটি লোকালয়ে চলে আসে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
×