ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্টে শিশুদের সাজা বাতিল ঘোষণা হাইকোর্টের

প্রকাশিত: ১১:৩৪, ১২ মার্চ ২০২০

মোবাইল কোর্টে শিশুদের সাজা বাতিল ঘোষণা হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) শিশুদের সাজা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে, ১২১ শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজাও বাতিল করেছে আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। শিশুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান। এর আগে এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর ৩১ অক্টোবর হাইকোর্ট মোবাইল কোর্টের মাধ্যমে দ-িত দুই শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের নিচের শিশুদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। এছাড়া বাকিদের ছয় মাসের জামিন দেয়। একইসঙ্গে রুল জারি করে হাইকোর্ট। এরপর বিভিন্ন সময়ে তাদের মুক্তি দেয়া হয়। রায়ের পর ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, ১২১ শিশুকে দ- দেয়া নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সে রুলের শুনানি শেষে রায় হয়েছে। এই ১২১ শিশুর দ- সম্পূর্ণরূপে অবৈধ বলে রায় দিয়েছে। আদালত আরও বলেছে, কোন শিশুকে মোবাইল কোর্ট কোন দ- দিতে পারবে না। কারণ মোবাইল কোর্ট কোন শিশুকে দ- দিলে, সেই দ- সংবিধানের ৩০ এবং ৩৫ অনুচ্ছেদে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। ১২১ শিশুকে দ- দেয়ার ক্ষেত্রেও মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। শিশুকে ভ্রাম্যমাণ আদালত দ- দেবে, সে ক্ষমতা কোন আইনে নেই। একমাত্র শিশু আইনে শিশু আদালত শিশুদের দ- দিতে পারবে। অন্য কোন আদালত কোন অবস্থাতেই তাদের দ- দিতে পারবে না। আদালত আরও বলেছে, এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দেশে আসলে দুই ধরনের বিচার ব্যবস্থা চালু হয়েছে।
×