ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেমু এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

প্রকাশিত: ১২:১২, ৯ মার্চ ২০২০

 ডেমু এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে অতিরিক্ত যাত্রীর কারণে রবিবার সন্ধ্যায় ডেমু এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা। রেলওয়ের স্পেশাল রেসপন্স টিমের ক্যাপ্টেন এস এম জুয়েল রানা জানান, রবিবার বিকেলে ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক যাচ্ছিল ডেমু এক্সপ্রেস ট্রেন। পথে সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ পাশের সিগন্যাল অতিক্রম করে হোমে চলে আসে। এ সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং প্রচন্ড ঝাকুনি ও দুটি বগির চাপে মাঝের কম্প্রেসার ফেটে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। চালক দক্ষতার সঙ্গে দ্রুত ট্রেনটি থামাতে সক্ষম হন। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও যাত্রীরা। তবে অগ্নিকা-ের ঘটনা ঘটেনি।
×