ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

সুনামগঞ্জ শহীদ মিনার এলাকায় স্থাপনা নির্মাণ, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ১২:০৮, ৯ মার্চ ২০২০

 সুনামগঞ্জ শহীদ মিনার এলাকায় স্থাপনা নির্মাণ, প্রধানমন্ত্রী  বরাবর  স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৮ মার্চ ॥ জেলা জজ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। রবিবার বেলা ১১টায় বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ মিছিল সহকারে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রবেশ করে শহীদ মিনার এলাকায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রতিবাদ করেন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করে তারা সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী শুরু করেন। মুক্তিযোদ্ধারা জেলা জজের অপসারণ ও শহীদ মিনার অবমাননায় তার বিরুদ্ধে স্লোগান দিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন। শহীদ মিনার নিয়ে কটূক্তি ও অবজ্ঞার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা কালো কাপড়ে শহীদ মিনার ঢেকে দিয়ে জেলা জজের অপসারণ ও শাস্তির দাবি জানান। এর আগে সকাল ১০টায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কর্যালয়ে জড়ো হোন শত শত মুক্তিযোদ্ধা। তারা হাতে লাঠি ও জাতীয় পতাকা নিয়ে শহীদ মিনার এলাকায় সম্প্রতির বন্ধন গড়ে তোলেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণের মিছিল দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান সর্বস্তরের মুক্তিযোদ্ধারা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাসহ কমিটির সদস্যরা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান স্মারকলিপি গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাধ্যমে সরকারী সংশ্লিষ্ট দফতরে এটি প্রদান করবেন এই আশ্বাস দিলে তারা ফিরে আসেন।
×