ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস

কুয়েতগামীদের স্বাস্থ্য পরীক্ষা শনিবার

প্রকাশিত: ১২:৪৩, ৬ মার্চ ২০২০

 কুয়েতগামীদের স্বাস্থ্য পরীক্ষা শনিবার

স্টাফ রিপোর্টার ॥ কুয়েতে যাওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করায় যেসব বাংলাদেশী বিপাকে পড়েছিলেন, তাদের সমস্যার সমাধান হলো। কুয়েতগামীদের করোনাভাইরাস পরীক্ষা করে শনিবার সনদ দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদফতর সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৃহস্পতিবার কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আজাদ বলেন, মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তিনি জানান, আমরা তাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তাদের হিস্ট্রি নেব, দেখব করোনাভাইরাসের কোন লক্ষণ-উপসর্গ আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমরা তাদের একটা সার্টিফিকেট দিয়ে দেব। এই সনদ নিতে হলে কুয়েত গমনেচ্ছুদের পাসপোর্ট, বিমানযাত্রার টিকেট এবং টিকেটের ফটোকপি আনতে হবে। যাদের বিমানযাত্রা আগে তাদের পরীক্ষাও আগে করা হবে বলে জানান অধ্যাপক আজাদ।
×