ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় জরুরী অবস্থা, ইতালিতে সব স্কুল বন্ধ

করোনায় মৃত্যুহার ৩ দশমিক ৪, আক্রান্ত ৯৫ হাজার ৪৮১

প্রকাশিত: ১০:৩৫, ৬ মার্চ ২০২০

 করোনায় মৃত্যুহার ৩ দশমিক ৪, আক্রান্ত ৯৫ হাজার ৪৮১

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের অন্তত ৮০টি দেশে। বিশ্বজুড়ে এ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ হাজার ২৮৫ জনের। বেড়েছে আক্রান্তদের মৃত্যুর হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুরুর দিকে মৃত্যুর হার ছিল ২ শতাংশ এখন তা বেড়ে ৩.৪ শতাংশে দাঁড়িয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, এমনিতে সিজোনাল ফ্লুতে মৃত্যুর হার ০.১ শতাংশ। তবে এই ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার অনেক বেশি। খবর এএফপি, বিবিসি, সিএনএন, এনডিটিভি, আল-জাজিরা, সাউথ চায়না মর্নিং পোস্ট ও রয়টার্সের। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের শেষ দিকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৮১ জন। বিশ্বজুড়ে তিন সহস্রাধিক মৃত্যুর পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে চিকিৎসাধীন ৩৮ হাজার ৫০৮ জন। এর মধ্যে ৬ হাজার ৪২০ জনের অবস্থা গুরুতর। করোনায় আক্রান্ত হয়ে চীনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। এর মধ্যে এই ভাইরাসের কারণে উহানেই প্রাণ গেছে ২ হাজার ৩০৫ জনের। সুইজারল্যান্ডে প্রথম মৃত্যু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে ৭৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম ঘটনা। সুইস পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটির পুলিশ জানায়, ৭৪ বছর বয়সী ওই নারী মঙ্গলবার থেকে চিকিৎসাধীন ছিলেন। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ জন। এখনও ৮৯ জন চিকিৎসাধীন। প্রথমবারের মতো পোষ্য কুকুর করোনায় আক্রান্ত ॥ হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনাভাইরাসের এক রোগীর সংস্পর্শে আসার পর একটি পোষ্য কুকুর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে। বুধবার হংকংয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়ে বলেন, করোনাভাইরাস মানুষের শরীর থেকে কোন প্রাণীর শরীরে সংক্রমিত হওয়ার এটিই প্রথম ঘটনা। একাধিকবার পরীক্ষার পর পোমারানিয়ান প্রজাতির এই পোষ্য কুকুরটির শরীরে গত শুক্রবার প্রথমবারের মতো করোনাভাইরাসের হালকা উপস্থিতি পাওয়া যায়। নাক এবং মুখের মাধ্যমে এই ভাইরাসটি ওই কুকুরের শরীরে বিস্তার ঘটায়। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এই পোষ্য কুকুরটিকে হংকংয়ের কৃষি, মৎস্য এবং সংরক্ষণ বিভাগে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ক্যালিফোর্নিয়ায় জরুরী অবস্থা জারি ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একজনের মৃত্যু হওয়ায় সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাক্রামেন্টো শহরের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে তিনি একটি প্রমোদতরীতে ছিলেন। যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে কমপক্ষে ১৫০ জন আক্রান্ত হয়েছে। ইতালিতে সব স্কুল বন্ধ ঘোষণা ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সব ধরনের স্কুল ১০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইতালি। এছাড়া জনপ্রিয় সিরিএসহ সব ধরনের পেশাদার লিগ আগামী এক মাসের জন্য ইন্ডোরে খেলা হবে। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি এবং শিক্ষামন্ত্রী লুসিয়া আজ্জোলিনা এ ঘোষণা দেন। জিউসেপ্পে কন্টি বলেছেন, স্বাস্থ্যসেবা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশীরা সুস্থ ॥রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ায় সংক্রামক রোগজনিত সর্বোচ্চ সতর্কতা জারি করার দুদিন পর আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪০ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫০ জন। মুহূর্তের মধ্যে বিভিন্ন শহরে রোগ ছড়িয়ে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দক্ষিণ কোরিয়া। ইতোমধ্যে দেশটিতে অধিকাংশ দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোরিয়ার বাংলাদেশীদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলার জন্য বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত আবিদা ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। ২০ জানুয়ারি কোরিয়ায় প্রথম এই রোগের কথা জানতে পারি।
×