ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কচুয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

প্রকাশিত: ০৯:৩৮, ৫ মার্চ ২০২০

কচুয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, ৪ মার্চ ॥ কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপ পাল্টাপাল্টি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার বেলা ১২টায় নব ঘোষিত আহ্বায়ক কমিটি আনন্দ মিছিল করে। নব ঘোষিত কমিটির আহ্বায়ক সালাউদ্দিন সরকার কমিটির অন্য নেতৃবৃন্দকে নিয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশে করে। তারপরই উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রতিবাদ মিছিল করে। এ সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নব ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাশে করে। সমাবেশে বক্তারা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে অবহিত না করে চাঁদপুর জেলা ছাত্রলীগ নিজেদের ইচ্ছামতো আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আমরা তা প্রত্যাখ্যান করছি। পাল্টাপাল্টি মিছিল সমাবেশকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দীন বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। আমরা গঠনতন্ত্র মোতাবেক কচুয়ায় ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছি। তাদের সকল প্রকার সহিংসতা পরিহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করতে বলেছি।
×