ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়া পৌরসভার ড্রেনে আওয়ামী লীগ নেতার স্থাপনা

প্রকাশিত: ০৯:৩৪, ৫ মার্চ ২০২০

পটিয়া পৌরসভার ড্রেনে আওয়ামী লীগ নেতার স্থাপনা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম, ৪ মার্চ ॥ পটিয়া পৌরসভার জনগুরুত্বপূর্ণ একটি ড্রেন ও ফুটপাথ দখল করে আওয়ামী লীগ নেতা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। পৌরসভার সুচক্রদ-ী গ্রামের ড্রেন দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শহীদুল আলম। তিনি পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলামের বড় ভাই। পটিয়া পৌরসভা ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ডব্লিউ-৩ প্যাকেজের আওতায় ৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ চলছে। এই কাজের ঠিকাদার মেসার্স এয়াকুব এ্যান্ড ব্রাদার্স। ইতোমধ্যে কাজের ৮৫% সম্পন্ন হয়েছে। কিন্তু বিএনপি নেতা তৌহিদুল ইসলামের বাড়ি এলাকায় ড্রেনের ওপর ছৈয়দুর রহমানের পুত্র সাইফুর রহমান একটি সীমানা প্রাচীর নির্মাণ করেছে এবং ওই ড্রেনের শেষ সীমানায় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শহীদুল আলম ড্রেনের সম্পূর্ণ অংশ দখল করে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করেছেন। অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ আ’লীগ নেতা শহীদকে মৌখিভাবে বলেছেন। কিন্তু ওয়ার্ড আ’লীগের ওই সদস্য তা কোনভাবেই কর্ণপাত করেননি। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে একটি নোটিসও প্রদান করা হয়েছে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। জানা গেছে, পটিয়া পৌরসভায় বর্ষা মওসুমে সুচক্রদ-ী গ্রামসহ বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন করতে ২০১৭-১৮ অর্থবছরে পৌরসভা ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সুচক্রদ-ী গ্রামসহ বিভিন্ন ওয়ার্ডে ৮ কোটি ৬৬ লাখ টাকার একটি টেন্ডার হয়। তার মধ্যে সুচক্রদ-ী এলাকার অংশ ১ কোটি ৭০ লাখ টাকা। রাস্তার কার্পেটিং ছাড়া ইতোমধ্যে ৮৫% কাজ সম্পন্ন হয়েছে। পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন জানিয়েছেন, তাদের এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়তনে যে ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ করা হচ্ছে তা জনসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি দখল করে কেউ স্থাপনা করলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে। ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হলে বর্ষা মওসুমে এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। পটিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, সুচক্রদ-ী গ্রামে শহীদুল আলম নামের এক আ’লীগ নেতা ড্রেন ও ফুটপাথ দখল করে অবৈধ স্থাপনা করেছেন। তাকে ইতোমধ্যে মৌখিক ও নোটিসের মাধ্যমে সতর্ক করা হয়েছে।
×