ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুরন্ত ম্যাথুস ও লঙ্কানদের ৩-০’র আনন্দ

প্রকাশিত: ১২:৩৮, ৩ মার্চ ২০২০

দুরন্ত ম্যাথুস ও লঙ্কানদের ৩-০’র আনন্দ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্বাসরুদ্ধকর শেষ ওয়ানডেতে ৬ রানের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে কোন সেঞ্চুরি ছাড়া সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৩০৭/১০ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে স্বাগতিকরা। জবাবে ম্যাচের বেশিরভাগ সময় দাপুটে ব্যাটিং করেও শেষদিকের নাটকীয়তায় ৯ উইকেটে ৩০১ রানে থামে সফরকারী ক্যারিবিয়দের সংগ্রহ। বড় লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম চার ব্যাটসম্যানই ফিফটি পেতে পারতেন। কিন্তু হয়নি কাইরন পোলার্ডের। ৪৬তম ওভারে দলীয় ২৫৩ রানে তাকে বিদায় করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এ্যাঞ্জেলো ম্যাথুস। ৫০ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৯ রান করে লঙ্কানদের পঞ্চম শিকার হন পোলার্ড। শেষ তিন ওভারে জাদু দেখান লঙ্কান অলরাউন্ডার। পরের ওভারে হোল্ডারকেও (৮) ফেরান। হোল্ডার আউট হওয়ার ২ বল পরই ম্যাথুসের শিকার হতে পারতেন অবিশ্বাস্য ব্যাটিং করা ফ্যাবিয়ান এ্যালেন। কিন্তু পেরেরা ক্যাচ ছেড়ে দেন। তাতে শেষ ২ ওভারে ২৩ রান দরকার ছিল উইন্ডিজের, হাতে ছিল ৪ উইকেট। ?তৃতীয় বলে এ্যালেনের ছক্কায় চাপ কমালেও আগে-পরের দুই বলে রান আউট হন হেইডেন ওয়ালশ ও রোস্টন চেস। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২ উইকেট, আর উইন্ডিজের ১৩ রান। ম্যাথুসের প্রথম বলে চার মেরে পরেরটি ছক্কার চেষ্টা করেছিলেন এ্যালেন। কিন্তু ডিপ মিড উইকেটে মেন্ডিসের ক্যাচ হন, মাত্র ১৫ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রান করেন তিনি। শেলডন কটরেল ও জোসেফ শেষ জুটিতে সুবিধা করতে পারেননি। ২০১৫ সালের পর বোলিংয়ে ১০ ওভারের কোটা পূর্ণ করা ম্যাথুস ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। অধিনায়ক দিমুথ করুনারতেœ ও সিরিজসেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা দু’জনের কণ্ঠেই ছিল ম্যাথুসের প্রশংসা। আর নিজেদের ওয়ানডে ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। তাও অস্থির সময় পেরিয়ে। ক্যান্ডিতে আগামী ৪ ও ৬ তারিখ অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি২০ সিরিজ।
×