ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বাইকআরোহী নিহত

প্রকাশিত: ১০:০৭, ৩ মার্চ ২০২০

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বাইকআরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২ মার্চ ॥ সড়ক দুর্ঘটনায় রিপন প্যাদা (৩৮) নামের এক মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় লোহাগাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রিপন প্যাদার বাড়িতে ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানের জন্য বাজার করতে স্থানীয় শৌলাবাজারে যান তিনি। বাজার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লোহালিয়ার গাজি বাড়ির সামনে মোটরসাইকেলকে পেছন থেকে একটি মালবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। চালকসহ অপর সাজু ও শাহজালাল আহত হয়েছেন। নিহত রিপন লোহালিয়া এলাকার বাসিন্দা আলী মুন্তাকারের ছেলে। জয়পুরহাটে যাত্রী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৫০) নিহত ও চালক আলাউদ্দীন আল মামুন আহত হয়। সোমবার দুপুরে লালমনিহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারি গ্রামের আবুল কালাম আজাদ ও মোটরসাইকেল চালক কালাই উপজেলার আদর্শপাড়ার আলাউদ্দীন আল মামুন শিবগঞ্জ থেকে জয়পুরহাটে আসছিলেন। কালাই বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হয়। ভালুকায় হেলপার থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও বালু বোঝাই ট্রাকের মাঝে সংঘর্ষে বাসের হেলপার নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডের কাছে। জানা গেছে, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছতেই বালু বোঝাই একটি ট্রাকের পেছনে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত হেলপার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দর্শারপার গাঙ্গিনা গ্রামের আবদুল গণির ছেলে আশরাফুল আলম (৪৫)। বরিশালে আরোহী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার বাকেরগঞ্জ উপজেলার তালতলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পঙ্কজ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত পঙ্কজ একই উপজেলার চরামদ্দী এলাকার বাসিন্দা। সোমবার সকালে উপজেলার ডিসি রোড থেকে চরকাউয়ার উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী বাস জাবালে নুর। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পঙ্কজের মৃত্যু হয়। গাইবান্ধায় পথচারী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের চেচকা গ্রামে সোমবার সকালে মোটরসাইকেল চাপায় জালাল উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত জালাল উদ্দিন ওই ইউনিয়নের ফেসদা গ্রামের মৃত এজারত উল্যার ছেলে। মাগুরায় নসিমন চালক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ৩ নং ব্রিজ মোড়ে সোমবার সকাল দশটার দিকে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত নসিমন উল্টে নসিমন চালক কিবলু মোল্লা (৪৫) নিহত হয়। সে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের সনো মোল্লার পুত্র। মাগুরা ট্রাফিক পরিদর্শক নাজমুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নসিমন চালক কিবলু মোল্লা নিহত হয়। কুড়িগ্রামে শিশু স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে এক শিশুর। নিহত শিশু রাকিব (৪) উপজেলার নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি মেম্বারপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের পানাকুড়ি মেম্বারপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয় শিশু রাকিবকে।
×