ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিল্লীর খাল থেকে আরও তিন মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:১৫, ২ মার্চ ২০২০

  দিল্লীর খাল থেকে আরও তিন মৃতদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর-পূর্ব দিল্লীর সহিংসতা কবলিত এলাকা থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফলে ৫ দিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৬। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গোকুলপুরিতে একটি খাল থেকে একজনের ও ভাগিরথি বিহার খাল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার থেকে ৫ দিনের সহিংসতায় দিল্লীতে আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দিল্লীতে সহিংসতা শুরু হয়। যে সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসেন সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজধানী, খুব দ্রুত সেই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়, মধ্যরাতে হস্তক্ষেপ করে দিল্লী হাইকোর্ট, পুলিশকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় আদালত। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ নিষ্ক্রীয় ছিল বলেই এত প্রাণহানির ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, সহিংসতার সময় ১৩ হাজার ২০০ ফোন কল পায় দিল্লী পুলিশ। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। বলা হচ্ছে দিল্লী সহিংসতার নাটের গুরু বিজেপি নেতা কপিল মিশ্র। তার উস্কানিমূলক বক্তব্যের পরই সহিংসতা শুরু হয়।
×