ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া-১ উপনির্বাচন ২ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

প্রকাশিত: ১১:১০, ২ মার্চ ২০২০

 বগুড়া-১ উপনির্বাচন  ২ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) শূন্য আসনের উপনির্বাচনে রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এতে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। রবিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইকালে ৯ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়। নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়। প্রার্থিতা বাতিল হওয়া ২ জন হলেন- হাফিজুর রহমান ও আবদুল মান্নান মিয়া। তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহবুব আলম শাহ্ জানান, রবিবার বেলা ১১টায় দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসহ তাদের স্বাক্ষর থাকতে হয়। ওই দুই প্রার্থীর কাগজপত্র সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়।
×