ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করবে সরকার ॥ শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৯, ২ মার্চ ২০২০

 দক্ষ জনশক্তি তৈরিতে  বিনিয়োগ করবে  সরকার ॥ শিক্ষা উপমন্ত্রী

সংবাদদাতা, সাভার, ১ মার্চ ॥ দক্ষ জনশক্তি তৈরিতে অবশ্যই বিনিয়োগ করবে সরকার। তবে বিনিয়োগকৃত জনগণের অর্থের সঠিক ব্যবহারটা আমাদের নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড চিসার্চ (নিটার) এর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহের দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, আর্থিক প্রণোদনা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে শিক্ষার্থীদের অবস্থা যদি এমন হয় যে, তারা আন্তর্জাতিক কর্মসংস্থানের জন্য যোগ্য নয়, এমনকি দেশীয় কর্মসংস্থানের জন্যও দক্ষ হচ্ছে না তখন বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার যে বিনিয়োগ তা যথাযথ ব্যবহার হচ্ছে না।
×