ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে উন্নতি চায় ভারত

প্রকাশিত: ০৯:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে উন্নতি চায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন পর ভারতীয় দলে চিন্তার কারণ হয়ে উঠেছে ব্যাটিং। ওয়েলিংটন টেস্টে নামার আগে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়াটাই হয়তো প্রভাব ফেলেছে। তবে টি২০ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর একই ভাগ্য ওয়ানডেতে বরণ করলেও ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। বরং বোলারদের নিয়েই ছিল যত চিন্তা। সেই ব্যাটসম্যানরা ওয়েলিংটনে প্রথম টেস্টে চরমভাবে ব্যর্থ হন। বোলাররা সন্তোষজনক পারফর্মেন্স দেখালেও ব্যাটসম্যানদের ভরাডুবিতে চতুর্থদিন সকালেই ১০ উইকেটের হার দেখেছে সফরকারী বিরাট কোহলির দল। এবার ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচানোর লড়াই। সে জন্য জিততে হবে। আর নিশ্চিতভাবেই সে জন্য ব্যাটসম্যানদের ওপর নির্ভর করতে হবে ভারতকে। তবে এখানেও ওয়েলিংটনের মতোই সবুজ ঘাসে ছাওয়া উইকেট অপেক্ষা করছে তাদের জন্য। দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির ঝড়ে বিপর্যস্ত দলটি আবারও তাদের তোপের মুখে চ্যালেঞ্জে পড়বে নিঃসন্দেহে। দ্বিতীয় ও শেষ এই টেস্টটি বাংলাদেশ সময় অনুসারে শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। ওয়েলিংটন টেস্টে ভারতের হয়ে বলার মতো ব্যাটিং করেছেন শুধু অজিঙ্কা রাহানে ও মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু বোল্ট ও সাউদির তোপে বাকিরা হয়েছেন নাজেহাল। দু’জন মিলে ১৪ উইকেট তুলে নিয়েছিলেন ভারতের। পেসবান্ধব ঘাসের উইকেটে খেলতে নেমে দীর্ঘদিন পর ভারতীয় ব্যাটসম্যানদের চরম সংগ্রাম করতে হয়েছে। ১০ উইকেটের বড় পরাজয়ে এখন ২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারী ভারত। শনিবার ভোরে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রায় একই ধরনের উইকেটে। সেই উইকেটে ভারতের সহঅধিনায়ক রাহানের প্রত্যাশা তার দলের ব্যাটসম্যানরা অনেক ভাল করবেন। তিনি বলেন, ‘ভারত ‘এ’ দলের ছেলেরা এখানে আনঅফিসিয়াল টেস্ট খেলেছে এবং টেস্ট দলের হনুমা বিহারি ৫১ ও অপরাজিত ১০০ রানের ইনিংসও উপহার দিয়েছে। আর এটাই বলে দিচ্ছে যে, ব্যাটসম্যানদের জন্য এখানে কিছুটা ভাল উইকেট অপেক্ষা করছে। এখানে ভাল পেস ও বাউন্সও আছে। আমাদের ভালভাবে দেখে শুনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। পরিস্থিতি অনুসারে আমাদের খেলতেও হবে।’ তবে ওয়েলিংটনে ব্যাটিং ভরাডুবির পর কিউইরা এখন একই ফর্মুলায় ভারতীয়দের নাজেহাল করতেই সচেষ্ট থাকবে। কিন্তু প্রতিপক্ষ যেমন শক্তি নিয়েই নামুক রাহানের কথা হচ্ছে নিজেদের সামর্থ্যটা দেখানো জরুরী। তিনি বলেন, ‘ওয়েলিংটনে সুইং ও গতির সঙ্গে উইকেট কিছুটা নরম ছিল। কিন্তু ক্রাইস্টচার্চে উইকেট অনেকটাই শক্ত ও রুক্ষ্ম। খুব ভাল পেস হবে এখানে এবং ব্যাটসম্যানরা চেষ্টা করলে শটও খেলতে পারবে। কারণ ব্যাটে বল ঠিকভাবে আসবে। বল সুইং করবে এবং অনেক গতি উঠবে, এসব যাই হোক না কেন আপনাকে অবশ্যই নিজেদের সামর্থ্যরে ওপর আস্থা রাখতে হবে। শুধু কন্ডিশন নিয়ে ভেবে যেতে পারেন না আপনি। ওয়েলিংটনে কি ঘটেছে তা ভুলে গিয়ে এখন ভাল করার জন্য সচেষ্ট থাকা জরুরী।’ ভারতীয় দল যেমনটাই চিন্তা করুক, পেস আক্রমণেই তাদের নাজেহাল করার প্রক্রিয়াতেই থাকবে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে বোল্ট-সাউদি জুটি জ্বলে উঠে সব কাজ করে দিয়েছেন স্বাগতিকদের জন্য। তাদের ওপর আরেকবার আস্থা রাখবে কিউইরা। এদের সঙ্গে অভিষেক হওয়া কাইল জ্যামিসন দুর্দান্ত বোলিং করে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছেন। ওয়েলিংটনে প্রথম ইনিংসে এ তরুণ দীর্ঘকায় পেসার ৪ উইকেট শিকার করেছিলেন। আর কলিন ডি গ্র্যান্ডহোম তো থাকছেনই। ব্যাটসম্যানরাও রান পেয়েছেন প্রথম টেস্টে। তাই অধিনায়ক কেন উইলিয়ামসনের দুশ্চিন্তা অনেকটাই কম। সিরিজ জেতার জন্য এই টেস্ট ড্র করলেই যথেষ্ট হবে কিউইদের জন্য। তাই বাড়তি চাপও নেই স্বাগতিকদের।
×