ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউ ও আর্সেনালের জয়

প্রকাশিত: ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 ম্যানইউ ও আর্সেনালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রবিবার রাতে ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ ৩-০ গোলে হারিয়েছে অতিথি ওয়াটফোর্ডকে। আরেক ম্যাচে নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে সফরকারী এভারটনকে। দারুণ জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। ২৭ ম্যাচ শেষে তাদের ভা-ারে জমা পড়েছে ৪১ পয়েন্ট। ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আর্সেনাল। ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে শীর্ষে থাকা লিভারপুল। এদিকে ২০ বছর পরে ইতালিয়ান সিরি এ লীগে শিরোপা জয়ের স্বপ্নে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ল্যাজিও। পরশু রাতে তারা জেনোয়াকে ৩-২ গোলে হারিয়েছে। এর ফলে জুভেন্টাসের সঙ্গে শিরোপা দৌড়ে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে। এই জয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে মাত্র এক পয়েন্ট দূরে আছে ল্যাজিও। জুভদের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের সঙ্গে সান সিরোতে সাম্পডোরিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এই ম্যাচটিসহ সিরি এ লীগের আরও তিনটি ম্যাচ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ইউরোপা লীগে বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটাস ও আগামী সপ্তাহে তুরিনে জুভেন্টাসের বিরুদ্ধে ইন্টারের লীগ ম্যাচটি নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই এ্যাডাম মারুসিকের গোলে এগিয়ে যায় ল্যাজিও। ৫১ মিনিটে সিরি এ লীগের সর্বোচ্চ গোলদাতা সিরো ইমোবিলে ব্যবধান দ্বিগুণ করেন। এবারের মৌসুমে এটি ইমোবিলের ২৭তম লীগ গোল। ইতালিয়ান এই স্ট্রাইকার জুভেন্টাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে ৬ গোল এগিয়ে আছেন। রেলিগেশন ঝুঁকিতে থাকা জেনোয়ার হয়ে ৫৭ মিনিটে এক গোল পরিশোধ করেন ফ্রান্সেসকো কাসাটা। কিন্তু ডানিলো কাটালদির গোলে ৭১ মিনিটে ল্যাজিওর জয় নিশ্চিত হয়। যদিও একেবারে শেষ মিনিটে ডোমেনিকো ক্রিসিটোর পেনাল্টিতে ব্যবধান আরও কমায় জেনোয়া।
×