ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেভাডা ককাসেও জয় পেলেন ভারমন্টের এই সিনেটর

মনোনয়ন দৌড়ে আরও এগোলেন স্যান্ডার্স

প্রকাশিত: ১১:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 মনোনয়ন দৌড়ে আরও এগোলেন স্যান্ডার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে ডেমোক্র্যাট দলের এগিয়ে থাকা প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন বার্নি স্যান্ডার্স। শনিবার নেভাডা ককাসে তিনি জয় পেয়েছেন। তবে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হতে যাচ্ছেন, তা নিশ্চিত হতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। নেভাডার প্রাথমিক ফলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগের তুলনায় ভাল করেছেন। এখানে তিনি দ্বিতীয় অবস্থানে আছেন। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পাশায়ারে প্রাইমারিতে হতাশাজনক ফল ছিল তার। এই দুই অঙ্গরাজ্য থেকেই ডেমোক্র্যাট পার্টির দীর্ঘ চার মাসব্যাপী প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া (প্রাইমারি) শুরু হয়েছিল। নেভাডায় ১১ শতাংশ ভোট গণনার পরই সিবিএস ও অন্যান্য গণমাধ্যম স্যান্ডার্সের জয়ের আভাস দেয়। ভারমন্টের ‘বামপন্থী’ এই সিনেটর ৪৭ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইডেন থেকে অনেকটা এগিয়ে ছিলেন। বাইডেন ২৪ শতাংশ ভোট পেয়েছিলেন। এলিজাবেথ ওয়ারেন ও পিট বুটিজেগের মতো অন্য প্রতিদ্বন্দ্বীরা আরও পেছনে পড়েছেন। এখানে যে সব প্রার্থী ১৫ শতাংশের বেশি ভোট পাবেন শুধু তারাই ডেলিগেট ভোট পাবেন। জুলাইয়ে দলের সম্মেলনে এই ডেলিগেটরা নিজ নিজ ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে সমর্থন দেবেন। শনিবারের আগে স্যান্ডার্সের ঝুলিতে ২১ জন ডেলিগেট ছিল, দলের প্রার্থী হতে তার প্রয়োজন হবে ১ হাজার ৯৯০ জন ডেলিগেটের সমর্থন, সেই পথ অনেকটা দূর হলেও নেভাডায় জয় পাওয়ায় সেদিকে আরও একটু এগিয়ে গেলেন স্যান্ডার্স। শনিবার সন্ধ্যায় টেক্সাসে দেয়া বিজয়ীর ভাষণে স্যান্ডার্স তার বিভিন্ন প্রজন্মের বহুজাতিক জোট সমর্থকদের প্রশংসা করেছেন আর ট্রাম্পকে আক্রমণ করে বলেছেন, ‘সবসময় মিথ্যা কথা বলা একজন প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকান জনগণ ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছে।’ ডেমোক্র্যাট দলের পরবর্তী প্রাইমারি আগামী শনিবার সাউথ ক্যারোলাইনায় হবে। মার্চের আগে যে চারটি অঙ্গরাজ্যে ভোট হচ্ছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়। তাই সবার চোখ এখন সাউথ ক্যারোলাইনার দিকে। নবেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ঐতিহ্য অনুযায়ী রিপাবলিকান দল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বলে মনে করা হচ্ছে। এ পর্যন্ত দৌড়ে এগিয়ে থাকা বার্নি স্যান্ডার্স এরই মধ্যে নিজের যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছেন তাতে মধ্যপ্রাচ্য ইস্যু বিশেষভাবে গুরুত্ব পাবে। -বিবিসি
×