ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি মন্ত্রণালয়ের ৪ সেবা অনলাইনে পাওয়া যাবে

প্রকাশিত: ১১:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 সংস্কৃতি মন্ত্রণালয়ের ৪ সেবা অনলাইনে পাওয়া যাবে

বিশেষ প্রতিনিধি ॥ এখন থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার চারটি সেবা অনলাইনে পাওয়া যাবে। সেবার মানোন্নয়ন, দ্রুততম সময়ে সেবা নিশ্চিতকরণ, গতিশীলতা আনতে চারটি সেবা ডিজিটাল করা হয়েছে। রবিবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন করেন। ডিজিটাল সেবায় রূপান্তরিত চারটি সেবা হলো- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বিদেশী শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক দলের অংশগ্রহণের অনুমতি প্রদান, গণগ্রন্থাগার অধিদফতর থেকে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সদস্য ফরম সংগ্রহ, শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শনের জন্য ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর আবেদন এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রতœতত্ত্ব সাইটে শ্যূটিং করার আবেদন। এসব সেবা পাওয়ার জন্য প্যাড বা সাদা কাগজে আবেদনের পরিবর্তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শুধু উপরোক্ত চারটি সেবা নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রেও অনলাইন সেবা তথা ই-টিকেটিংয়ের আওতায় নিয়ে আসা হবে।
×