ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের বিরুদ্ধে দুই ওয়ানডের দলে বাদ ৭ জন, ফিরেছেন ৫ জন, নতুন মুখ আফিফ-নাইম

শেষবারের মতো নেতৃত্বে ফিরলেন মাশরাফি

প্রকাশিত: ১১:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 শেষবারের মতো নেতৃত্বে ফিরলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ সাত মাস আগে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজা জুন-জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপের পর আর খেলেননি। সেদিক থেকে তার বিরতি প্রায় ৮ মাসের। এই দীর্ঘ সময় পর আবার ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে দিয়েছেন, জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজই হবে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ মিশন। রবিবার বিকেলে বিসিবি এই সিরিজের প্রথম ২ ওয়ানডের যে ১৫ জনের দল ঘোষণা করেছে তাতে আছে ব্যাপক রদবদল। লঙ্কানদের বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন ৭ ক্রিকেটার। আর নতুন করে দলে ফিরেছেন মাশরাফিসহ ৫ জন। ২ ওয়ানডের জন্য ঘোষিত দলে প্রথমবার সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। গত বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ দল। অধিকাংশ ক্রিকেটারেরই পারফর্মেন্স ছিল হতাশাব্যঞ্জক। বিশ্বকাপের ঠিক পরে শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ হয়েছেন তারা। সেই সফরে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে ছিটকে যান অধিনায়ক মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। প্রায় ৭ মাস পর আবার ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী মাসের শুরুতেই সিলেটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুইয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। সেই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য রবিবার বিসিবি দলে ব্যাপক পরিবর্তন এনে দল ঘোষণা করেছে। লঙ্কানদের বিপক্ষে ৭ মাস আগে খেলা ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ৭ জন। এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার ছিটকে পড়েছেন। এর মধ্যে বাজে পারফর্মেন্সের জন্য বাদ পড়েছেন বিজয়, সাব্বির, রুবেল, তাসকিন ও ফরহাদ। আর ইনজুরি ও ব্যক্তিগত কারণে মোসাদ্দেক ও সৌম্য। শেষবারের মতো দলের নেতৃত্বে ফিরেছেন মাশরাফি। এ বিষয়ে জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাশরাফিকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার যেহেতু তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ওয়ানডে ক্রিকেটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইফউদ্দিনও দলের সামঞ্জস্যের ক্ষেত্রে চাবিকাঠি। বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা বিভিন্ন কারণে পাচ্ছি না, তাই সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে আমাদের কিছু সামঞ্জস্য বিধান করতে হয়েছে। কিন্তু ফিট থাকা খেলোয়াড়দের মধ্য থেকে যাদের নিতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট।’ জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন ৫ ক্রিকেটার। মাশরাফি, সাইফউদ্দিন ছাড়াও দলে জায়গা পেয়েছেন আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। লঙ্কানদের বিপক্ষে ব্যক্তিগত কারণে ছুটি নেয়াতে খেলেননি লিটন। আর ২০১৫ সালের নবেম্বরে সর্বশেষ জিম্বাবুইয়ের বিপক্ষেই ওয়ানডে খেলেছিলেন ডানহাতি পেসার আল-আমিন। একই দলের বিপক্ষে তিনি ফিরেছেন সম্প্রতি টি২০ ক্রিকেটে দারুণভাবে ফিরে আসার কারণে। আর টপঅর্ডার শান্ত ২০১৮ সালে ৩ ওয়ানডে খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি। আবার ফিরেছেন তিনি টেস্ট ও ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখানোর সুবাদে। এ বিষয়ে নান্নু বলেন, ‘আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শান্ত আবার ফিরেছেন। আর সংক্ষিপ্ত ফরমেটে লম্বা সময়ের জন্য যে পরিকল্পনা আমাদের তার অংশ নাইম ও আফিফ।’ ইতোমধ্যেই এ দুই তরুণ আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিয়মিত খেলছেন। প্রথমবার তারা ডাক পেলেন ওয়ানডে দলেও। আর জিম্বাবুইয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে ছিটকে পড়লেও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন। তার বিষয়ে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো আগেই বলেছিলেন, ‘আমি তাকে সাদা বলের ক্রিকেটে অনেক বেশি দেখতে চাই। রিয়াদ দৃঢ়প্রতিজ্ঞ টেস্ট দলে ফেরার জন্য। সে ৪৯ টেস্ট খেলেছে এবং বাংলাদেশের জন্য চমৎকার একজন পারফর্মার সে। এই মুহূর্তে তার জায়গা নেই (টেস্ট দলে)। কিন্তু সে সাদা বলের ক্রিকেটে আমাদের অন্যতম মূল খেলোয়াড়।’ দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
×