ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিমোনার শিরোপা পুনরুদ্ধার

প্রকাশিত: ১১:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 সিমোনার শিরোপা পুনরুদ্ধার

স্পোর্টস রিপোর্টার ॥ সিমোনা হ্যালেপের মুখেই শেষের হাসি। দুর্দান্ত খেলেই দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। শনিবার টুর্নামেন্টের ফাইনালে রোমানিয়ান তারকা দুর্দান্ত ফর্মে থাকা এলিনা রিবাকিনাকে হারিয়ে নতুন বছরের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান। টুর্নামেন্টের শীর্ষ বাছাই হ্যালেপ এদিন কঠিন লড়াইয়ের পর ৩-৬, ৬-৩ এবং ৭-৬ (৭/৫) ব্যবধানে পরাজিত করেন রাশিয়ান বংশোদ্ভূত কাজাখ তারকাকে। সেইসঙ্গে দুবাই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরলেন তিনি। এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো দুবাইয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিমোনা হ্যালেপ। দীর্ঘ ৫ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। চলতি মৌসুমে এটা হ্যালেপের তৃতীয় টুর্নামেন্ট। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে তাকে কেউ থামাতে পারেনি। শুরু থেকেই ধারাবাহিক পারফর্মেন্স উপহার দেন তিনি। টানা চার ম্যাচে দুরন্ত জয় তুলে নেন এই রোমানিয়ান তারকা। শুরুটা করেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা উনস জেবিয়ারের বিপক্ষে জয় দিয়ে। এরপর এ্যাডিলেডে হার মানা এ্যারিনা সাবালেঙ্কার বিপক্ষেও জয়। সেইসঙ্গে এ্যাডিলেডে হারের প্রতিশোধটাও দারুণভাবে নিয়ে নিলেন বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা সিমোনা হ্যালেপ। সেমিফাইনালের ম্যাচে জেনিফার ব্র্যাডিকেও উড়িয়ে দেন তিনি। ফাইনালে রিবাকিনার বিপক্ষে দারুণ জয়ের সৌজন্যেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন হ্যালেপ। সেইসঙ্গে ক্যারিয়ারের ২০তম ডব্লিউটিএ শিরোপা জয়ের কীর্তি গড়েন তিনি। দুবাইয়ের ট্রফি পুনরুদ্ধার করে দারুণ রোমাঞ্চিত হ্যালেপ। রিবাকিনাকে হারানোর পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে থাকা সিমোনা হ্যালেপ বলেন, ‘অনেক কঠিন লড়াই করেছি। তাছাড়া এই টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নেমেছিলাম।
×