ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে দু’টি ম্যাচই ড্র

প্রকাশিত: ১১:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 বিপিএল ফুটবলে দু’টি ম্যাচই ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ দুই গোলে পিছিয়ে পড়েও বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে (বিপিএল) হার এড়িয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রবিবার বিকেলে ময়মনসিংহে ইনজুরি সময়ে দুই গোল করে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সাইফ। অন্যদিকে রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আরামবাগ ক্রীড়া সংঘ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মধ্যকার ম্যাচটিও একই ব্যবধানে (২-২) ড্র হয়েছে। ম্যাচের ১২ মিনিটে এলিটা বেঞ্জামিনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বিরতির পর ৪৭ মিনিটে এলিটা কিংসলের গোলে সমতা ফেরায় আরামবাগ। ৫৭ মিনিটে মোহাম্মদ সোহেলের গোলে আবারও এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু ম্যাচ শেষের এক মিনিট আগে কিংলের দুই নম্বর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। আরেক ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে এক খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে লালকার্ড দেখেন সাইফের ফয়সাল আহমেদ। এর দুই মিনিট পর গোল খেয়ে বসে সাইফ। চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেন নিক্সন গুইয়েরা। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। দিদিয়েরের বাড়ানো বল ধরে প্রথম দফায় গোলরক্ষকের গায়ে মারার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ম্যাথিউ। এরপর ম্যাচের ৯০ মিনিটে এমেরি বাইসেঙ্গে গোল করে ম্যাচে ফেরান সাইফকে। এরপর ৯৪ মিনিটে কর্নার থেকে হেডে সমতা ফেরান রুয়ান্ডার এই ফরোয়ার্ড।
×