ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চসিকে ৫৫ পদে প্রার্থী ৪০৯

কাউন্সিলর মনোনয়ন নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 কাউন্সিলর মনোনয়ন নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আসন্ন নির্বাচনে সরকারী দল আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন নিয়ে। মেয়র পদের মতো এ পদের মনোনয়নও কেন্দ্র থেকে ঘোষণার সিদ্ধান্ত রয়েছে এবং তা আগামীকাল বুধবার ঘোষণা দেয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি এখনও মেয়র পদের প্রার্থী নির্ধারণ করতে যেখানে পারেনি, সেখানে কাউন্সিলর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বহু পিছিয়ে রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪১ ওয়ার্ড ও ১৪ সংরক্ষিত নারী আসন নিয়ে মোট ৫৫ পদে এবার ৪০৯ জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। পর্যবেক্ষণে দেখা যায়, সরকার দলীয় মনোনয়ন পেতে রাজনীতির ব্যানারে সন্ত্রাসী, চাঁদাবাজ, পুলিশের ওয়ানটেড আসামিও রয়েছেন। যাদের বিরুদ্ধে বিভিন্ন বেআইনী তৎপরতার অভিযোগ রয়েছে। সবাই দাবি করছেন তারা রাজনৈতিক মামলার আসামি। অথচ এসব বক্তব্য ধোপে টিকে না। গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর কোন কোন আসনে কাউন্সিলর পদে দলের হয়ে সর্বোচ্চ ১০ জনও মনোনয়ন চেয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, কাউন্সিলর মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে গ্রুপিং ব্যাপক। কেউ সংসদীয় আসনের এমপির পছন্দের, আবার কেউ মেয়রের পছন্দের, আবার কেউ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কারও কারও পছন্দের হয়ে আছেন লবিংয়ে ব্যস্ত। ওয়ার্ড কাউন্সিলর মনোনয়ন পেতে আগ্রহীদের তালিকা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে। গত দুদিন ধরে তিনি নীতি নির্ধারকদের সঙ্গে এ তালিকা নিয়ে কথা বলতে শুরু করেছেন। চূড়ান্ত করবেন কাল বুধবারের মধ্যে এবং তা ঘোষণা করবেন। পর্যবেক্ষণে দেখা যায়, এবারের চট্টগ্রাম সিটি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় মনোয়নের এত আধিক্য অতীতে ঘটেনি। বিষয়টি রাজনৈতিক বোদ্ধাদের কাছে বিস্ময়কর মনে হচ্ছে। একটি ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার নেপথ্য এমনকি সুবিধা রয়েছে যা নিয়ে এত তোড়জোড় শুরু হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে মনোনয়ন পেতে আগ্রহীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো।
×